আরসিবির অধিনায়ক আবার কোহলি!
আজ কোহলিকে টস করতে দেখে আবেগ চেপে রাখতে পারছেন না তাঁর ভক্ত অনুগামীরা। নস্টালজিয়ায় ভুগছেন তাঁরা। কেউ লিখছেন, অধিনায়কত্ব কিং কোহলিকেই মানায়। কেউ বলছেন, পুরনো দিন ফিরে এল। একজন লিখলেন, ‘ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। সবসময় ক্যাপ্টেন। তোমাকে আবার দেখে ভালো লাগছে।’
টস করতে এসে কোহলি জানান, ডু প্লেসির চোট, তিনি ফিল্ডিং করতে পারবেন না, তাই ইমপ্যাক্ট প্লেয়ার (Impact Player) হিসেবে শুধু ব্যাটিং করবেন। ফিল্ডিংয়ের সময় তাঁর জায়গায় ঢুকবেন বিশাখ বিজয় কুমার। টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন পঞ্জাব অধিনায়ক স্যাম কারান। কোহলি বলেন, তাঁরা যা চেয়েছিলেন তাই হয়েছে। টসে জিতলে তাঁরা প্রথমে ব্যাটই করতেন। পিচ পরের দিকে স্লো হয়ে যেতে পারে, ক্ষতস্থান থেকে বোলাররা সাহায্য পেতে পারে।
এদিকে কোহলিকে আইপিএলের সর্বকালের সেরা ক্রিকেটার আখ্যা দিয়েছেন তাঁরই দলের গ্লেন ম্যাক্সওয়েল (Glen Maxwell)। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান কোহলিরই। এই মরশুমেও দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। তবে কোহলি নিজে অবশ্য অন্য মত পোষণ করেন। তাঁর মতে আইপিএলের সর্বকালের সেরা প্লেয়ার দু’জন। ব্যাটার হিসেবে এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) এবং বোলার হিসেবে লাসিথ মালিঙ্গা (Lasith Malinga)।
প্রসঙ্গত, বৃহস্পতিবার মোহালির আকাশ সকাল থেকেই মেঘলা থাকবে বলে জানিয়েছিল হাওয়া অফিস। দুপুর ৩.৩০ থেকে ম্যাচ শুরু হওয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর ফলে ম্যাচের ফলাফলেও তার প্রভাব পড়তে পারে। তবে এখনও পর্যন্ত দিব্যি রোদ ঝটখটে পরিবেশ। স্কোরবোর্ডে এর মধ্যেই ১৫০ তুলে ফেলেছে আরসিবি। এখনও দুই ওভার বাকি। ৪৭ বলে ৫৯ করেছেন কোহলি, ৫৬ বলে ৮৫ করেছেন ডু প্লেসি।