চোট পেলেন দীপক চাহার

A G Bengali
চোট পেলেন দীপক চাহার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচের আগে অনুশীলন করতে গিয়ে গোড়ালি ঘুরে যায় চাহারের। টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরার পরিবর্ত হিসাবে দলে ঢুকতে পারেন চাহার। তিনি স্ট্যান্ডবাই হিসাবে রয়েছেন। কিন্তু নতুন করে পাওয়া চোট তাঁর দলে ঢোকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “চাহারের গোড়ালি ঘুরে গিয়েছে। তবে চোট গুরুতর নয়। কয়েক দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। পুরোটাই নির্ভর করছে দল পরিচালন সমিতির উপর। যদি ওরা দীপককে বিশ্রাম দিতে চায় তা হলে ভাল। কিন্তু ওকে খেলানোর দরকার হলে সেটাকে গুরুত্ব দেওয়া উচিত।”

সুত্র মারফত খবর অনুসারে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগে অনুশীলনের সময় দীপকের গোড়ালি ঘুরে যায়। সেইজন্য তিনি প্রথম একদিনের ম্যাচ খেলতে পারেননি। এখন শোনা যাচ্ছে বিসিসিআই (BCCI) তাঁর চোট নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ। তাই প্রোটিয়াসদের বিরুদ্ধে শেষ দুই একদিনের ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম। মহম্মদ শামি (Mohammed Shami) এমনিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন। এই তালিকায় নাম রয়েছে দীপকের। বুমরা চোট পেয়ে ছিটকে যাওয়ার জন্য অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার দৌড়ে মহম্মদ সিরাজও (Mohammed Siraj) ঢুকে পড়েছেন। এমন প্রেক্ষাপটে দীপকের নতুন করে পাওয়া চোট তাঁর দলে ঢোকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এ দিকে চেন্নাই সুপার কিংসের হয়ে পঞ্চদশ আইপিএল-এ ভালো পারফরম্যান্স করার সুবাদে খেলা মুকেশ চৌধরিকে নেট বোলার হিসবে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন চেতন সাকারিয়াও। বেশির ভাগ দলে বাঁ হাতি বোলার রয়েছেন। তাঁদের খেলতে যাতে সুবিধা হয়, সে কথা ভেবেই এই দুই বাঁ হাতি বোলারকে দলে নেওয়া হয়েছে।

Find Out More:

Related Articles: