১৯৮৩ সাল থেকে দুই দেশ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে। কিন্তু এর আগে কখনও কোনও ভারতীয় ক্যাপ্টেন মেরুন বাহিনীকে তাদের ঘরের মাঠে একদিনের আন্তর্জাতিক সিরিজে (তিন বা তার বেশি ম্যাচের সিরিজ) হোয়াইওয়াশ করতে পারেনি। ধাওয়ান করে দেখালেন। এর সঙ্গেই ধাওয়ান পঞ্চম ভারতীয় ক্যাপ্টেন হিসাবে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদের পঞ্চাশ ওভারের ফরম্যাটে সিরিজ হারানোর নজির গড়লেন। ধাওয়ান নাম লেখালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), এমএস ধোনি (MS Dhoni), সুরেশ রায়না (Suresh Raina) ও বিরাট কোহলিদের (Virat Kohli) তালিকায়।
অন্যদিকে, বিরাট কোহলী, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনদের দেশের যে রেকর্ড নেই, সেই রেকর্ডই এ বার করে ফেলল কিলিয়ান এমবাপের দেশ ফ্রান্স। এই মুহূর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দু’টি রেকর্ড ফ্রান্সের দখলে। জোড়া রেকর্ডের মালিক হলেন ওপেনার গুস্তাভ ম্যাকঁ। ইউরোপে এখন চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর আঞ্চলিক খেলা। সেখানেই দু’দিনে দু’টি রেকর্ড করে ফেলেছেন ম্যাকঁ। মঙ্গলবার সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ফ্রান্স। ৬১ বলে ১০৯ রান করেন তিনি। পাঁচটি চার এবং ন’টি ছয় মেরেছেন। সে দিনই টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে শতরান করার নজির গড়েন। বুধবার আরও একটি রেকর্ডের মালিক হলেন ম্যাকঁ। নরওয়ের বিরুদ্ধে পাঁচটি চার এবং আটটি ছয়ের সাহায্যে ৫৩ বলে ১০১ রান করেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ব্যাটার হিসাবে পরপর দু’টি ইনিংসে শতরান করলেন তিনি। আশ্চর্যের ব্যাপার হল, এখনও পর্যন্ত মাত্র তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ম্যাকঁ। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম তিনটি ম্যাচে মোট রানের নিরিখে তিনিই সবার উপরে। ২৮৬ রান করেছেন তিনি।