ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নেই প্রথম সারির ভারতীয় ক্রিকেটাররা

A G Bengali
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নেই প্রথম সারির ভারতীয় ক্রিকেটাররা। ম্যাচ পাঁচ দিনই চললে এজবাস্টন টেস্ট শেষ হওয়ার কথা ৫ জুলাই। তার ঠিক দু’দিন পরেই সাউদাম্পটনে রয়েছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ফলে এজবাস্টন টেস্টে খেলা ক্রিকেটাররা বিশ্রাম পাবেন না। তাই ৬-৮ জুলাই, এই তিন দিন রোহিত, কোহলী, যশপ্রীত বুমরা, ঋষভ পন্থের মতো প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচে যে দল খেলেছিল, তারাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে খেলবে। ডাবলিন থেকে সেই দল ইংল্যান্ডের ডার্বিশায়ারে চলেও এসেছে। সেখান থেকে তারা সাউদাম্পটনের উদ্দেশে রওনা দেবে। রোহিতরা এজবাস্টনেই থাকবেন। সেখানেই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা।

অন্যদিকে, প্রথম ম্যাচে হোঁচট খেয়েও জিতেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে ঘাসের কোর্টে ধরা দিলেন নিজের মেজাজে। সেই ধারাবাহিকতা বজায় রেখে চলতি উইম্বলডনের (Wimbledon 2022) তৃতীয় রাউন্ডে চলে গেলেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। অস্ট্রেলিয়ার থানাসি কোক্কিনাকিসকে (Thanasi Kokkinakis) হারালেন ৬-১, ৬-৪, ৬-২ গেমে। উইম্বলডনের সেন্টার কোর্টে ম্যাচ জিততে সময় লাগল দু’ঘণ্টার সামান্য বেশি সময় নিলেন জোকার। পরের রাউন্ডে তিনি খেলবেন মিয়োমির ক্রেচমানোভিচের বিরুদ্ধে। শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন সার্বিয়ার তারকা। ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড বা ড্রপ শট, সব দিক থেকেই জোকোভিচ এ দিন টেক্কা দিলেন বিপক্ষকে। বিশ্বের ৭৯ নম্বর থানাসিকে গোটা ম্যাচে মোট পাঁচ বার ব্রেক করেছেন তিনি। ঘাসের কোর্টে সাম্প্রতিক কালের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দিলেন জোকোভিচ।

Find Out More:

Related Articles: