মেজাজ হারালেন রোহিত শর্মা

A G Bengali
এ বারের মরশুম মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে একেবারেই ভাল যাচ্ছে না। হারের হ্যাটট্রিক করে ইতিমধ্যেই কোণঠাসা রোহিত শর্মা (Rohit Sharma)। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে একটা সময় জেতার জায়গায় ছিল তাঁর দল। তবে প্যাট কামিন্সের (Pat Cummins) ১৫ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংসের ঝড় সব হিসেব বদলে দিল। তাই ম্যাচ হেরেই মেজাজ গরম করলেন 'হিট ম্যান'। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হয়ে গিয়েছে। সবচেয়ে বেশি হতাশা ফুটে ওঠে পুরস্কার বিতরণী মঞ্চে। সেখানে উপস্থাপকের প্রশ্নের উত্তর দিতে গিয়েই বিরক্তি প্রকাশ পাচ্ছিল তাঁর বডি ল্যাঙ্গুয়েজে। একবার তিনি বলে উঠলেন, ''আওয়াজ বাড়াও'', অর্থাৎ যাতে তিনি পরিষ্কার উপস্থাপকের প্রশ্ন বুঝতে পারেন। আরেকবার উপস্থাপক তাঁকে মনে করিয়ে দিতে চেয়েছিলেন যে কীভাবে এর আগেও মরশুমের শুরুতে হেরে গিয়েও পরে ঘুরে দাঁড়িয়েছে মুম্বই। কিন্তু সেখানেও সেই উপস্থাপককে থামিয়ে দেন রোহিত।

অন্যদিকে, আইপিএলের নিলামেই চমক দিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। একই সঙ্গে দীপক হুডা এবং ক্রুণাল পাণ্ড্যকে নিয়েছিল তারা। ঘরোয়া ক্রিকেটে যাঁদের বিবাদ সবার জানা। তার পরের ঘটনা আইপিএলের একটি ম্যাচে। উইকেট পাওয়ার পর ক্রুণালকে এসে জড়িয়ে ধরেন হুডা। দু’জনের সেই ছবি ভাইরাল হয়েছে। এ বার এক সাক্ষাৎকারে ক্রুণালকে নিজের ‘ভাই’ বলে সম্বোধন করলেন দীপক। বরোদার হয়ে খেলার সময় ক্রুণালের সঙ্গে ব্যাপক ঝামেলা হয়েছিল হুডার। রাগের চোটে বরোদা ছেড়ে রাজস্থানে যোগ দেন হুডা। তবে এর পরেই ক্রিকেটজীবনের মোড় ঘুরে যায়। তাঁর ম্যাচ ফিনিশ করার দক্ষতা নজর কাড়ে জাতীয় নির্বাচকদের। জাতীয় দলে চার বছর পর সুযোগ পান এবং সীমিত ওভারের ম্যাচও খেলে ফেলেন। ক্রুণাল সেখানে জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়েছেন।

Find Out More:

Related Articles: