প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির ১০০ তম টেস্ট যেন জাদেজাময়। মোহালি টেস্টে প্রথমে ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রানের অনবদ্য ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। পরে বল হাতে দুই ইনিংস মিলিয়ে মোট ৯টি উইকেট দখল করেন তিনি। প্রথম ইনিংসে ৪১ রানের বিনিময়ে ৫টি এবং দ্বিতীয় ইনিংসে ৪৬ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন জাদেজা। কোনও টেস্টের এক ইনিংসে দেড়শোর বেশি রান করার পাশাপাশি ইনিংসে ৫ উইকেট নিয়ে জাদেজা মানকড়, অ্যাটকিনসন, উমরিগড়, সোবার্স ও মুস্তাক মহম্মদের সঙ্গে এলিট লিস্টে জায়গা করে নিয়েছেন। তবে বিশেষ একটি ক্ষেত্রে বাকিদের পিছনে ফেলে দেন রবীন্দ্র জাদেজা।
অন্যদিকে, আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজার দাপটে এক ইনিংস ও ২২২ রানে প্রথম টেস্ট জিতল ভারত। যে ম্যাচ বর্ণময় হয়ে থাকল একাধিক কীর্তিতে। টেস্ট ক্রিকেটে কিংবদন্তি কপিল দেবকে (৪৩৪) টপকে গেলেন আর অশ্বিন (৪৩৬)। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এখন তিনি। শততম টেস্টে ৮০০০ টেস্ট রানের গণ্ডি পেরোলেন বিরাট কোহলি। সেই সঙ্গেই প্রথম ক্রিকেটার হিসেবে একই ম্যাচের একটি ইনিংসে দেড়শো রান ও দশ উইকেটের রেকর্ড অল্পের জন্য হাতছাড়া হল রবীন্দ্র জাডেজার। তবুও ম্যাচের নায়ক সেই জাড্ডুই। নিজের ইনস্টাগ্রামে কপিল দেবকে টপকে যাওয়ার অনুভূতি প্রকাশ করলেন অশ্বিন। তিনি লিখেছেন, ‘‘২৮ বছর আগে কপিল দেবের প্রাপ্তির দিনে তাঁর জন্য গলা ফাটিয়েছিলাম।’’ যোগ করেন, ‘‘আমার বিন্দুমাত্র ধারণা ছিল না, অফস্পিনার হিসেবে দেশের হয়ে খেলব। এমনকি কিংবদন্তির উইকেট প্রাপ্তিকে ছাপিয়ে যাব, তা কল্পনাও করতে পারিনি। ক্রিকেট আমাকে সব দিয়েছে। এই খেলাটার প্রতি বরাবর কৃতজ্ঞ থেকে যাব।’’