রাজ্যের বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

A G Bengali
সকাল থেকেই হালকা রোদ উঠেছে। বৃষ্টির দেখা এখনও পাওয়া যায়নি। তবে কি আজকের দিনটা শুকনো কাটবে! নাকি বেলা বাড়তেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি! কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যের বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস জানাচ্ছে, বৃষ্টিপাত বৃহস্পতিবার আরও বাড়বে৷ ভারী বৃষ্টিপাতের সতর্কতা আবহাওয়া দফতরের৷ দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain Forecast) পরিমাণ বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালে কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা রয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পাশাপাশি বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান ৬৮ থেকে ৮৫ শতাংশ।
এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে আজ। উত্তর ও  দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব  ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া নদিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারী বর্ষণের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে।
উত্তরবঙ্গের উপরের অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বাকি জেলাগুলিতেও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টিপাত হবে  
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় বলে জানিয়েছে হাওয়া অফিস। মালদহের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত এটি বিস্তৃত। দক্ষিণ বাংলাদেশের উপর ঘূর্ণাবর্তের বিষয়েও জানানো হয়েছে। কলকাতায় বিক্ষিপ্তবৃষ্টি হতে পারে। তবে এবার তাপমাত্রা বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

Find Out More:

Related Articles: