একটি ইংরেজি দৈনিকে মুখ খুলে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) উপর একরাশ ক্ষোভ উগরে দিলেন দিলীপ বেঙ্গসরকার (Dilip Vengsarkar)। দেশের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন জাতীয় নির্বাচকের মতে, কোহলিকে ভারতের (Team India) একদিনের দলের নেতৃত্ব থেকে ছেঁটে ফেলার এক্তিয়ার বোর্ড সভাপতি সৌরভের নেই। বরং এই কাজটা জাতীয় নির্বাচক মণ্ডলীর উপর ছেড়ে দেওয়া উচিত ছিল। কোহলির কাছ থেকে একদিনের দলের তাজ কেড়ে নেওয়ার ব্যাপারে বোর্ড সভাপতির নাক গলানো উচিত ছিল না। ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক। এমনটাই মনে করেন বেঙ্গসরকার। বরং এই কাজটা জাতীয় নির্বাচক মণ্ডলীর উপর ছেড়ে দেওয়া উচিত ছিল। কোহলির কাছ থেকে একদিনের দলের তাজ কেড়ে নেওয়ার ব্যাপারে বোর্ড সভাপতির নাক গলানো উচিত ছিল না। ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক। এমনটাই মনে করেন বেঙ্গসরকার।
সৌরভকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বেঙ্গসরকার বলেন, "কোহলির কাছ থেকে একদিনের দলের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পুরো ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এটা খুবই স্পর্শকাতর বিষয়। তাই বিসিসিআই-এর আরও পেশাদার মানসিকতা নিয়ে সামলানো উচিত ছিল।" এরপরেই তাঁর বিস্ফোরক মন্তব্য, "আমার মতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা বলার অধিকার নেই। কারণ ও এখন বিসিসিআই-এর সভাপতি। দল নির্বাচন কিংবা অধিনায়কত্ব ইস্যু নিয়ে তো জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা কথা বলবে। এই বিষয়ে চেতন শর্মারই কথা বলা উচিত ছিল।" "আমার মতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা বলার অধিকার নেই। কারণ ও এখন বিসিসিআই-এর সভাপতি। দল নির্বাচন কিংবা অধিনায়কত্ব ইস্যু নিয়ে তো জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা কথা বলবে। এই বিষয়ে চেতন শর্মারই কথা বলা উচিত ছিল।"