ইডেনের ২২ গজে ফের ব্যাট হাতে নামতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়

A G Bengali
দেখা যেতে পারে আবারও বাপি বাড়ি যা স্টাইল। না, কোনও বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্য নয়, প্রদর্শনী ম্যাচ খেলতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। আগামী ৪ ডিসেম্বর কলকাতায় রয়েছে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। তার দু’দিন আগেই শহরে চলে আসবেন বোর্ড কর্তারা। সভার আগে ৩ ডিসেম্বর ইডেনে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে। সেখানে বোর্ড সভাপতি একাদশ ও বোর্ড সচিব একাদশের মধ্যে হবে খেলা। সেই ম্যাচে খেলতে পারেন দাদা। সে রকম হলে বোর্ডের সচিব জয় শাহের মুখোমুখি নামবেন সৌরভ। সেখানে বোর্ড সভাপতি একাদশ ও বোর্ড সচিব একাদশের মধ্যে হবে খেলা। সেই ম্যাচে খেলতে পারেন দাদা। সে রকম হলে বোর্ডের সচিব জয় শাহের মুখোমুখি নামবেন সৌরভ। 

শনিবার সন্ধ্যায় ইডেনের বাইরে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব তিনি জানান, মাঠে নামার ইচ্ছা রয়েছে। তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর। এর আগে গত বছর আমদাবাদেও বোর্ড কর্তাদের মধ্যে প্রদর্শনী ম্যাচ হয়েছিল। এ বার সেই ম্যাচ আয়োজিত হবে ক্রিকেটের নন্দনকাননে। এখন দেখার সেই ম্যাচে ব্যাট হাতে সৌরভকে দেখা যায় কি না।শনিবার সন্ধ্যায় ইডেনের বাইরে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব তিনি জানান, মাঠে নামার ইচ্ছা রয়েছে। তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর। এর আগে গত বছর আমদাবাদেও বোর্ড কর্তাদের মধ্যে প্রদর্শনী ম্যাচ হয়েছিল। এ বার সেই ম্যাচ আয়োজিত হবে ক্রিকেটের নন্দনকাননে। এখন দেখার সেই ম্যাচে ব্যাট হাতে সৌরভকে দেখা যায় কি না।

Find Out More:

Related Articles: