সলমনের সিনেমা প্রথম দিনে ২৭ কোটি টাকার ব্যবসা করল

A G Bengali
সলমান খানের (Salman Khan) সিনেমা মানেই ইদ স্পেশাল। এবার ইদে মুক্তি পেয়েছে ভাইজানের কিসি কা ভাই কিসি কা জান(Kisi Ka Bhai Kisi Ka Jaan) সিনেমা। কিসি কা ভাই কিসি কা জান প্রথম দিনেই ভারতে (India) ১৬ কোটি টাকার ব্যবসা করল। সারা বিশ্বে (World) ২৭ কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। তবে প্রথম দিনে নিজের রেকর্ড ভাঙতে পারেনি। পাঁচটি ইদে মুক্তি পাওয়া সলমান খানের সিনেমার ব্যবসার দিকে লক্ষ্য রাখা যাক। কিসি কা ভাই কিসি কা জান এ বছরের অন্যতম সেরা চর্চিত সিনেমা। সিনেমায় অভিনয় করেছেন সলমান খান ও পুজা হেগড়ে। শুক্রবার মুক্তি পেয়েছে। দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। তবে সেরা পাঁচ ইদে মুক্তির তালিকায় নেই কিসি কা ভাই কিসি কা জান সিনেমা। সেরা পাঁচ হল ভারত, সুলতান, এক থা টাইগার, রেস থ্রি ও বজরঙ্গী ভাইজান।
২০১৯ সালে মুক্তি পাওয়া ভারত প্রথম দিনে ব্যবসা করেছিল ৪২ কোটি ৩০ লক্ষ টাকা। ২০১৬ সালে মুক্তি পাওয়া সুলতান ৩৬ কোটি ৫৪ লক্ষ টাকার ব্যবসা করেছিল। ২০১২ সালে মুক্তি পাওয়া এক থা টাইগার ৩২ কোটি ৯৩ লক্ষ টাকার ব্যবসা করেছিল। ২০১৮ সালে মুক্তি পাওয়া রেস থ্রি ২৯ কোটি ১৭ লক্ষ টাকার ব্যবসা করেছিল।
বিশ্বব্যাপী কেমন ব্যবসা করল এই সিনেমা? মধ্যপ্রাচ্যে এই সিনেমা ব্যবসা করেছে ৬৫০ হাজার ডলার। উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়াতে গড় ব্যবসা করেছে। কানাডাতেও ভালো ব্যবসা করেছে। উত্তর আমেরিকায় ৩ লাখ ২৫ হাজার ডলার ব্যবসা করেছে। ব্রিটেনে ১ লাখ ডলার ব্যবসা করেছে। অস্ট্রেলিয়াতে ৭৫ হাজার ডলার ব্যবসা করেছে। ইউরোপে ১ লাখ ডলার ব্যবসা করেছে। বাকি বিশ্বে ১ লাখ ২৫ হাজার ডলার ব্যবসা করেছে।

Find Out More:

Related Articles: