দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ৩ উইকেটে ১১৯ রান তুলেছে। ৪৯ রানে ক্রিজে রয়েছেন জো রুট। রুট উপড়ে ফেলাই বিরাট কোহলীর দলের মূল লক্ষ্য। সাংবাদিক বৈঠকে অ্যান্ডারসন বলেন, “জো রুট এবং রোরি বার্নসের জুটিটা দারুণ ছিল। ৪৯ রানে আউট হওয়াটা খুবই লজ্জার। তবে ম্যাচে ভাল জায়গায় আছি আমরা। সামনে অনেকটা লড়াই। প্রতিটা সেশন ধরে এগোতে হবে আমাদের। তবেই ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসতে পারব আমরা।” ভারতের প্রশংসা করেন অ্যান্ডারসন। তিনি বলেন, “প্রথম দিন ভাল খেলেছে ভারত। আমাদেরকেও সেই ভাবেই খেলতে হবে। তবেই ম্যাচে ফিরতে পারব।”
অন্যদিকে দ্বিতীয় দিনের শেষে কী কী রেকর্ড হলো দেখে নেওয়া যাক -
১) ঘরের মাঠে অ্যান্ডারসনের ঝুলিতে এখন ২৩টি ফাইফ-ফার্স (এক ইনিংসে পাঁচ উইকেট) চলে এল। নিজের দেশে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার নজির আছে আরেক কিংবদন্তি মুথাইয়া মুরলীথরনের। প্রাক্তন শ্রীলঙ্কার স্পিনারের ঝুলিতে ৪৫টি ফাইফ-ফার্স আছে।
২) ৩৯ বছর ১৪ দিনে অ্যান্ডারসন এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন। ১৯৫১ সালের পর আর কোনও ক্রিকেটার এত বয়সে এই নজির গড়েননি।
৩) অ্যান্ডারসন ভারতের বিরুদ্ধে ৫টি ফাইফ-ফার্স নিলেন। ইংল্যান্ড বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। প্রাক্তন ব্রিটিশ অলরাউন্ডার ইয়ান বোথাম ভারতের বিরুদ্ধে ৬ বার ফাইফ-ফার্স পেয়েছেন।
৪) লর্ডসে অ্যান্ডারসনের এটি ৭ নম্বর ফাইফ-ফার্স। এক্ষেত্রেও তার ওপরেই আছেন বোথাম। ক্রিকেটের মক্কায় ৮টি ফাইফ-ফার্স আছে তাঁর।
৫) জসপ্রীত বুমরাহ এই নিয়ে টেস্টে ডজন বার ডাক হলেন। ২০০০ সাল থেকে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যুগ্ম ভাবে সপ্তম সর্বোচ্চ ডাক হলেন বুমরাহ।