তিনি এ বার অনেক বেশি ফিট। জানালেন আন্দ্রে রাসেল। রবিবার হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ব্যাট (৫) হাতে সাফল্য না পেলেও বল হাতে ৩ ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন সমর্থকদের প্রিয় ‘দ্রে রাস’। ম্যাচের পর বলেছেন, “গত বারের থেকে আমার ফিটনেসের অবস্থা এ বার অনেক ভাল। তাই আশা করছি গত বছরের থেকে ভাল খেলব। যে কোনও সময়ে দলের কাজে লাগতে প্রস্তুত। কারণ এখন আমি অনেক বেশি ফিট।” রাসেল মনে করছেন, গত বারের তুলনায় ভুল শুধরে নিলেই এ বার সাফল্য মিলবে। তাঁর কথায়, “গত বার মাত্র কয়েক রানের জন্য পিছিয়ে পড়েছিলাম। বড় মুহূর্তগুলি কাজে লাগাতে পারিনি। এ বার সেগুলি কমাতে হবে। ভারতের পরিবেশের সঙ্গে আমি পরিচিত। তাই আরও সাফল্য পেতে মুখিয়ে আছি।”
অন্যদিকে, রবিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে চলতি আইপিএলে দারুণভাবে যাত্রা শুরু করল কলকাতা নাইট রাইডার্স। নীতিশ রানার ৫৬ বলে ৮০ রানে ভর করে মরসুমের প্রথম জয় তুলে নেয় কেকেআর। অর্ধ-শতরান করার পর গ্লাভস খুলে তিন আঙুল দেখিয়ে ইংরেজী অক্ষর M দেখান রানা। ম্যাচের পর তা নিয়েই আলোচনা শুরু হয়ে সমর্থকদের মধ্যে। এর আগে এইভাবে M দেখিয়ে উৎসব করেন বিখ্যাত ফুটবলার মেসুট ওজিল (Mesut Ozil)। প্রাক্তন বিশ্বকাপজয়ী এই ফুটবলার জানান তাঁর ভাগ্নী মীরাকে গোলগুলি উৎসর্গ করার উদ্দেশ্যেই তিনি এই বিশেষ ভঙ্গিতে উৎসব করতেন।