পাঁচ উইকেট পড়ল বাংলাদেশের
উমেশ যাদব (Umesh Yadav) ব্যাটারদের বারবার বিব্রত করলেও উইকেট পড়েনি। বরং পরিবর্ত হিসেবে আসা জয়দেব উনাদকাট (Jaydev Unadkat) বাংলাদেশকে প্রথম ধাক্কাটা দেন। জাকির হাসানকে স্লিপে ক্যাচ তুলতে বাধ্য করেন তিনি। ক্যাচ ফেলেননি অধিনায়ক কে এল রাহুল। ৩৪ বলে ১৫ রান করে ফিরে যান জাকির। দ্বিতীয় ধাক্কা দেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। নাজমুল হোসেন শান্তকে এলবিডব্লু করেন তিনি। নাজমুলের সংগ্রহ ২৪।
তারপর খেলা ধরেছিলেন সাকিব আল হাসান এবং মোমিনুল হক। লাঞ্চের খেলা শুরু হওয়ার পর ঠিক প্রথম বলেই সাকিবকে তোলেন উমেশ যাদব। কভার ড্রাইভ করতে গিয়ে পুজারার (Cheteshwar Pujar) হাতে লোপ্পা ক্যাচ তুলে দেন সাকিব। তিন উইকেট পড়ে গিয়ে খানিকটা বেকায়দায় বাংলাদেশ। ইনিংস গড়ার দায়িত্ব এখন মুশফিকুর রহিম এবং মোমিনুল হকের। ভালো ব্যাটার বলতে আছেন লিটন দাস এবং নুরুল হাসান।
প্রসঙ্গত, গতকাল চোট পেলেও আজ মাঠে নামতে পেরেছেন ভারত অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)। ফলে বাংলার ওপেনার অভিমনু ঈশ্বরনের অভিষেক করা হল না।