গত বারের মতো এ বারেও দিল্লি দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স। চোটের কারণে গোটা মরসুম থেকেই বাদ পড়ে নাম। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন শ্রেয়স। সেই সিরিজ তো বটেই আইপিএল থেকেও সরে যেতে হয় তাঁকে। এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, না খেলতে পারলেও শ্রেয়সকে পুরো মরসুমের টাকাই দেবে দিল্লি। শ্রেয়সের পরিবর্তে ঋষভ পন্থকে অধিনায়ক ঘোষণা করেছে দিল্লি।
অন্যদিকে, আজহারউদ্দিন ট্যুইটারে লিখলেন, "এই কঠিন পরিস্থিতিতে সকলের উচিত একে অপরের পাশে থাকা। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন বিসিসিআই-কে নিরাপদে ও নিশ্চিন্তে আইপিএল আয়োজন করার জন্য় সবরকম সুযোগ সুবিধা দিতে তৈরি আছে।" বিসিসিআই আইপিএল আয়োজনের জন্য যে ৬টি রাজ্য বেছে নিয়েছে, তার মধ্যে মুম্বই অন্য়তম। কিন্তু আরব সাগরের তীরবর্তী শহরে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে ৪৯ হাজার ৪৪৭ জনের আক্রান্ত হয়েছেন ও প্রাণ গিয়েছে ২৭৭ জনের। এই মুহূর্তে এই রাজ্যে মোট অ্যাক্টিভ কেস ৪,০১,১৭২। এর মধ্য়ে ৯০৯০টি কেস মুম্বইয়ের। এই মুহূর্তে মুম্বইয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ১৮৭। এদিন করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরী ক্যাবিনেট বৈঠক করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। প্রসঙ্গত, বিসিসিআই জানিয়ে দিয়েছে যে, প্রতিটি দলই বায়ো-বাবলে রয়েছ এবং ম্যাচ হবে ক্লোজড ডোর। ফলে তারা মুম্বইতেই আইপিএল আয়োজনের ব্যাপারে আশাবাদী। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ইভেন্ট হবে।