ঝুলনের দাপটে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারাল ভারত
অন্যদিকে, লর্ডস থেকে সরতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইতিমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত ও নিউজিল্যান্ড। ১৮ই জুন থেকে প্রথমবারের জন্য এই ঐতিহাসিক ফাইনাল হওয়ার কথা। কেন উইলিয়ামসন বনাম বিরাট কোহলির লড়াই দেখার জন্য ইতিমধ্যেই প্রত্যাশার পারজ চড়তে শুরু করেছে। তবে এরইমধ্যে ব্রিটেনে করোনার দ্বিতীয় প্রজাতি দাপট দেখাতে শুরু করেছে। আইসিসি সূত্রে খবর, লর্ডসে ফাইনাল করা নিয়ে তারা চিন্তাভাবনা করছেন। ইংল্যান্ড বোর্ডের সঙ্গে এই নিয়ে তাদের মধ্যে আলোচনাও হয়েছে বলে খবর। স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। আপাতত যাবতীয় পরিস্থিতির দিকে নজর রাখছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।