জ্যাক ক্রলিকে ফাঁদে ফেলে আউট করার ঘটনা

A G Bengali
বিরাট কোহালি এবং ঋষভ পন্থ। বৃহস্পতিবার ইংরেজ ওপেনারকে ফাঁদে ফেলেছিলেন তাঁরাই। প্রথম দিন অষ্টম ওভারে বল করছিলেন অক্ষর। চতুর্থ বল করার পর উইকেটের পিছন থেকে ক্রলির উদ্দেশে পন্থকে বলতে শোনা যায়, “কেউ একজন খুব রেগে যাচ্ছে।” কোহালি বলেন, “তুলে মারবে এ বার, তৈরি থাকো।” অক্ষরের পঞ্চম বলটি সত্যিই ক্রিজ ছেড়ে এগিয়ে গিয়ে মারেন ক্রলি। ক্যাচ নেন মহম্মদ সিরাজ। ইংরেজ ওপেনারকে ফিরতে হয় সাজঘরে। ৩০ বলে ৯ রান করেন ক্রলি। ইংল্যান্ডের রান তখন ২ উইকেট হারিয়ে ১৫। তাঁর এমন হঠকারিতা ইংল্যান্ডকে বড় বিপদে ফেলতে পারতো। বেন স্টোকসদের সৌজন্যে ২০৫ রান করে ইংল্যান্ড। সেই রান তারা করতে নেমে প্রথম দিনে ভারতের স্কোর ছিল ২৪/১। দ্বিতীয় দিনের শুরুতে ফিরে গিয়েছেন চেতেশ্বর পূজারা এবং কোহালি।
কোহালি বলেন, “তুলে মারবে এ বার, তৈরি থাকো।” অক্ষরের পঞ্চম বলটি সত্যিই ক্রিজ ছেড়ে এগিয়ে গিয়ে মারেন ক্রলি। ক্যাচ নেন মহম্মদ সিরাজ। ইংরেজ ওপেনারকে ফিরতে হয় সাজঘরে। ৩০ বলে ৯ রান করেন ক্রলি। ইংল্যান্ডের রান তখন ২ উইকেট হারিয়ে ১৫। তাঁর এমন হঠকারিতা ইংল্যান্ডকে বড় বিপদে ফেলতে পারতো। বেন স্টোকসদের সৌজন্যে ২০৫ রান করে ইংল্যান্ড। সেই রান তারা করতে নেমে প্রথম দিনে ভারতের স্কোর ছিল ২৪/১। দ্বিতীয় দিনের শুরুতে ফিরে গিয়েছেন চেতেশ্বর পূজারা এবং কোহালি। দ্বিতীয় দিনের শুরুতে ফিরে গিয়েছেন চেতেশ্বর পূজারা এবং কোহালি। 

Find Out More:

Related Articles: