বোলিং নিয়ে চিন্তা কমল কোহালিদের

frame বোলিং নিয়ে চিন্তা কমল কোহালিদের

A G Bengali
ব্যাট করার সময় জফ্রা আর্চার তাই বোধ হয় অশ্বিনকে আউট করার বদলে তাঁকে আঘাত করার দিকেই বেশি নজর দিয়েছিলেন। একের পর এক বল বিদ্যুৎ গতিতে ধেয়ে আসে অশ্বিনের বুক লক্ষ্য করে। কখনও তা লাগে আঙুলে, কখনও বা হাতে। শুশ্রূষার জন্য মাঠে আসতে হয় ফিজিয়ো নীতিন পটেলকেও।
আনন্দবাজারে প্রকাশিত খবর অনুযায়ী, অশ্বিনের সেই চোট যদিও গুরুত্বর নয়, এমনই জানিয়েছে ভারতীয় বোর্ড। চেন্নাইয়ে শনিবার থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাবে বলেই জানা গিয়েছে। প্রথম টেস্টে ভারতের সেরা বোলার ছিলেন অশ্বিন। তাঁকে বাদ দিয়ে দ্বিতীয় টেস্টে নামতে চাইবেন না বিরাট কোহালি। তিনি সুস্থ হয়ে ওঠায় অনেকটাই নিশ্চিন্ত থাকবেন ভারত অধিনায়ক।
অন্যদিকে অক্ষর পটেলও সুস্থ হয়ে উঠেছেন। কুলদীপ যাদবকে দলে নেওয়ার পক্ষে প্রাক্তন ক্রিকেটাররা মত দিলেও মনে করা হচ্ছে শাহবাজ নাদিমের বদলে অক্ষর পটেলকেই খেলতে দেখা যেতে পারে। প্রথম টেস্টে হারের পর দলে বেশ কিছু পরিবর্তন হবে বলেই মনে করা হচ্ছে। কেমন হবে ভারতের প্রথম একাদশ? জল্পনা চলছে। অক্ষর পটেলও সুস্থ হয়ে উঠেছেন। কুলদীপ যাদবকে দলে নেওয়ার পক্ষে প্রাক্তন ক্রিকেটাররা মত দিলেও মনে করা হচ্ছে শাহবাজ নাদিমের বদলে অক্ষর পটেলকেই খেলতে দেখা যেতে পারে। প্রথম টেস্টে হারের পর দলে বেশ কিছু পরিবর্তন হবে বলেই মনে করা হচ্ছে। কেমন হবে ভারতের প্রথম একাদশ? জল্পনা চলছে। 

Find Out More:

Related Articles:

Unable to Load More