রোহিতের আউট নিয়ে লায়ন যা বললেন

A G Bengali
এই নিয়ে মোট ছ’বার রোহিতকে ফেরালেন লায়ন। এতবার কোনও বোলারই আউট করতে পারেননি রোহিতকে। তাঁর আউট হওয়ার ধরন নিয়ে সুনীল গাওস্করের মতো অনেকে শট নির্বাচনকে দায়ী করলেও লায়ন বলেছেন, “রোহিত বিশ্বমানে ক্রিকেটার। ওকে আউট করা সহজ ব্যাপার নয়। নিজের সেরা বলেই আউট করতে পেরেছি রোহিতকে। ওকে আউট করার জন্য নিজের সেরা বলটাই করতে হয়েছে।”
ব্রিসবেনে নিজের শততম টেস্ট ম্যাচ খেলছেন লায়ন। এদিনের খেলা শুরুর আগে সতীর্থদের থেকে ‘গার্ড অফ অনার’ও পেয়েছেন। কিন্তু ম্যাচের পর বায়ো বাবলের বিধিনিষেধের কারণে পরিবার বা সতীর্থদের নিয়ে সেলিব্রেট করার উপায় নেই। বলেছেন, “সবাইকে নিয়ে ডিনারে গেলে ভাল হত। বাবা-মাকেও সঙ্গে চেয়েছিলাম। কিন্তু এত নিয়মের ফাঁক গলে বেরনো যাবে না।” সিডনি টেস্টে লায়নের বলে ব্যপক পিটিয়েছিলেন ঋষভ পন্থ। এই টেস্টে পন্থকে সে সুযোগ দিতে চান না লায়ন। বলেছেন, “অফ স্টাম্পের বাইরে ভাঙন ধরেছে। কাল ওটা কাজে লাগাতে চাইব। ঋষভ আগের ম্যাচে আমাকে অনেক মেরেছে। এবার ওর বিরুদ্ধে বল করার জন্য মুখিয়ে রয়েছি। ওর সঙ্গে লড়াইটা খুব উপভোগ করি।”সিডনি টেস্টে লায়নের বলে ব্যপক পিটিয়েছিলেন ঋষভ পন্থ। এই টেস্টে পন্থকে সে সুযোগ দিতে চান না লায়ন। বলেছেন, “অফ স্টাম্পের বাইরে ভাঙন ধরেছে। কাল ওটা কাজে লাগাতে চাইব। ঋষভ আগের ম্যাচে আমাকে অনেক মেরেছে। এবার ওর বিরুদ্ধে বল করার জন্য মুখিয়ে রয়েছি। ওর সঙ্গে লড়াইটা খুব উপভোগ করি।”

Find Out More:

Related Articles: