১০০ শতাংশ ফিট না হলেও সিডনিতে ওয়ার্নার ?

A G Bengali
৭ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হতে চলেছে সিরিজের তৃতীয় টেস্ট। প্রথম দুই টেস্টের পর সিরিজের ফলাফল ১-১। অ্যাডিলেড ও মেলবোর্নে দেখা গিয়েছে, ওয়ার্নারের অনুপস্থিতিতে অজি ব্যাটিং ধুঁকছে। চার ইনিংসের পর দলের সর্বাধিক স্কোর ২০০। এই পরিস্থিতিতে কুঁচকির পেশির চোট সারিয়ে ফিরতে চলা বাঁ-হাতি ওপেনারের উপর ভরসা রাখতে চাইছে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে অস্ট্রেলিয়ার সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, “ওয়ার্নারকে খেলানো বাস্তবসম্মত সম্ভাবনা। ও হয়তো ১০০ শতাংশ ফিট নয়। চোট সারিয়ে ফিরছে ও। তবে সেটা মাঠে না দেখলে বোঝাও যাবে না। দেখুন, ও যদি ৯০-৯৫ শতাংশ ফিটও থাকে আর কথা বলে যদি কোচের মনে হয় যে ও নিজের কাজটা করতে পারবে, তবে আমি নিশ্চিত ও খেলবে। খেলোয়াড়দের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অধিকাংশ সময়েই কোচ জাস্টিন ল্যাঙ্গার খুব খোলামেলা।” 

Find Out More:

Related Articles: