ব্যাটসম্যান বুমরা

A G Bengali
১২৩ রানে ৯ উইকেট পরে যাওয়ার পর জসপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজ জুটি ভারতের রানকে টেনে তোলে। শেষ উইকেটের বুমরাহ এবং সিরাজের ৭১ রানের পার্টনারশিপে ভারত ১৯৪ রান তোলে শেষ পর্যন্ত। এদিন ৫৭ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন জশপ্রীত বুমরাহ। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাট হাতে এই প্রথম হাফ সেঞ্চুরি করলেন জসপ্রীত বুমরাহ। ছটি চার এবং দুটি ছক্কা আসে বুমরাহর ব্যাট থেকে।  টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে। 
ময়ঙ্ক আগরওয়াল শুরুতেই ফিরে গেলেও শুক্রবার পৃথ্বী শ ছিলেন টি২০ মেজাজে। ২৯ বলে ৪০ রানের ইনিংস খেলেন তিনি। সঙ্গী হন শুভমন গিল (৫৮ বলে ৪৩ রান)। তার পরে একের পর এক ব্যাটসম্যান আসেন এবং ফিরে যান। ব্যর্থ রাহানে (৪ রান), ঋদ্ধিমান সাহা (০ রান), ঋষভ পন্থও (৫ রান)। ব্যাটসম্যানরা যখন নাস্তানাবুদ হচ্ছেন শন অ্যাবটদের সামলাতে, তখন দলের মান বাঁচালেন বুমরা। সঙ্গে মহম্মদ সিরাজ খেললেন ৩৪ বলে ২২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। 

Find Out More:

Related Articles: