লকডাউনে ইনস্টাগ্রাম থেকে মেসির (LM10) আয় কত জানেন ?
করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে এবার লিওলেন মেসি ভক্তদের জন্য সুখবর। করোনা ভাইরাসের কারণে লকডাউনে খেলাধূলা বন্ধ থাকলেও রোজগারে ভাটা পড়েনি ক্রীড়াতারকাদের। ইনস্টাগ্রাম থেকে কোটি কোটি টাকা আয় করেছেন তারকারা। আর্জেনিটিয় তারকা লিওনেল মেসির ইনস্টাগ্রাম থেকে লকডাউনে আয় হয়েছে ১২ কোটি। অন্যদিকে, ১২ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত এই সময়সীমার মধ্যে অ্যাথলিটদের মধ্যে ইনস্টাগ্রাম থেকে কিং কোহলির আয় ৩.৬ কোটি টাকা।
View this post on InstagramSeguimos entrenando, para recargarnos, para seguir esforzándonos y dar lo mejor. Volveremos a la cancha a dejarlo todo. #HazQueLosDíasCuenten Let's take the opportunity to continue training, to refuel, to continue striving, and give our best. We will return to the pitch, and give it everything. #MakeDaysCount A post shared by Leo Messi (@leomessi) on