‘রকি অউর রানি’-র আপডেট

A G Bengali
শুক্রবার সিনেমাহলে মুক্তি পাচ্ছে রণভীর সিং(Ranveer Singh) ও আলিয়া ভাট(Alia Bhatt) অভিনীত ছবি রকি অউর রানি কি প্রেম কাহানি(Rocky Aur Rani Kii Prem Kahani)।ইতিমধ্যেই সিবিএফসির(CBFC) তরফে ছাড়পত্র পেয়েছে পরিচালক করণ জোহরের(Karan Johar) কামব্যাক ফিল্ম।যদিও বেশ কিছু সংলাপে বদল করার পরই মিলেছে বড়পর্দায় মুক্তির ছাড়পত্র।জানা যাচ্ছে,ছবির বেশ কিছু সংলাপের কথা অশ্লীল বলে মনে হয়েছে,তাই সংলাপগুলিতে পরিবর্তন করার নির্দেশ দিয়েছে সিবিএফসি কর্তৃপক্ষ।এমনকি রকি অউর রানি-র একটি সংলাপে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM of Bengal Mamata Banerjee) প্রসঙ্গ ছিল।গোটা সংলাপটিতেও কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড।সংলাপ থেকে লোক সভা(Lok Sabha) শব্দটিও বাতিল করার নির্দেশ দিয়েছে সিবিএফসি। ছবিতে রণভীর সিং ও আলিয়া ভাট ছাড়াও অভিনয় করেছেন ধর্মেন্দ্র(Dharmendra),শাবানা আজমি(Shabana Azmi),জয়া বচ্চন(Jaya Bachchan)। পাশাপাশি দেখা যাবে টোটা রায় চৌধুরী(Tota Roy Chowdhury) এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়কেও(Churni Ganguly)।বক্সঅফিসে ভাল ব্যবসা করবে রকি অউর রানি।এমনটাই অনুমান বিশেষজ্ঞদের।

বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে,করণ জোহর পরিচালিত নতুন ছবি রকি অউর রানি কি প্রেম কাহানি-র বেশ কিছু সংলাপে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বোর্ড বা সিবিএফসি।ছবির একটি সংলাপে ভাইবোন সম্পর্কে অশ্লীলতার খুঁজে পেয়েছে সেন্সর বোর্ড।সেই সংলাপটি বদলে ‘বহেন দি’ করা হয়েছে।অন্য একটি সংলাপে ‘ওল্ড মঙ্ক’ কে বোন্ড মঙ্ক-এ পরিবর্তন করা হয়েছে।ছবির সংলাপে লোক সভার উল্লেখ ছিল। লোক সভা শব্দটি বাতিল করা হয়েছে।ছবির ট্রেলারেই নায়িকা রানির বাড়িতে একটি রবীন্দ্রনাথের ছবি দেখা গিয়েছে।সেই দৃশ্যের সংলাপের একটি কথা বদলে কোই ফিল্টার করা হয়েছে।পাশাপাশি রকি অউর রানি-র একটি সংলাপে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ ছিল।পুরো সংলাপটিই মুছে ফেলতে বলেছেন সেন্সর বোর্ড কর্তারা।একটি মেয়েদের অন্তর্বাস বদলে হয়েছে আইটেম।সবকটি পরিবর্তন নিশ্চিত করার পরই রকি অউর রানি.... কে মুক্তির ছাড়পত্র দিতে রাজি হয়েছে সিবিএফসি।গোটা দেশ জুড়ে ছবির প্রচারে চুড়ান্ত ব্যস্ত রণভীর সিং,আলিয়া ভাটরা।জানা যাচ্ছে,সোমবার কলকাতা আসতে পারেন রকি আর রানি।বড়পর্দায় মুক্তির আগে তিলোত্তমার বুকেই আসতে চলেছে ছবির নতুন গান।

Find Out More:

Related Articles: