ফাইনালে হার, সৌরভের হতাশ মুখের ছায়া মনে পড়াল হরমনপ্রীতের হতাশ মুখে

A G Bengali

স্বপ্নভঙ্গ। ২০০৩ সালের পর ২০২০। ১৭ বছর পর যেন একই ছবি ভারতীয় ক্রিকেটে। সেই অস্ট্রেলিয়া, সেই প্রথম ওভারে ধাক্কা। ১৪ রান আসে শেফালি বর্মার বেলিং। যেন ২০০৩ সালে জাহির খানের প্রথম ওভারের স্মৃতি। ভারত বড্ড বেশি নির্ভর করেছিল শেফালি ভার্মার ব্যাটের উপরে। শুরুতে তিনি ফিরে যাওয়ায় ছন্দ হারিয়ে যায় গোটা দলের। বাকিরা এলেন আর গেলেন। ভারতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৯৯ রানে। ম্যাচের শেষে হতাশ মুখে হরমনপ্রীত সান্ত্বনা দিচ্ছিলেন শেফালিকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
It was great fun interacting with @katyperry. Now all eyes on the @t20worldcup final 🏆. Let's go girls 🇮🇳🇮🇳 #AusvInd

A post shared by Harmanpreet Kaur (@imharmanpreet_kaur) on

Find Out More:

Related Articles: