বিরাট বলল ‘তুই বলেই সম্ভব’, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর Exclusive ঋদ্ধিমান সাহা

GHOSH ARPAN

প্রায় ২১ মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন। আবারও ‘সুপারম্যান’ ঋদ্ধিমান সাহা। অধিনায়ক বিরাট কোহলি থেকে কোচ রবি শাস্ত্রী সঙ্গো পুরো টিম উচ্ছ্বসিত ঋদ্ধির পারফরম্যান্সে। দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতে ইন্ডিয়া হেরাল্ড-এর প্রতিনিধি অর্পণ ঘোষের মুখোমুখি ঋদ্ধিমান সাহা

অর্পণ : জন্মদিনের শুভেছা এবং অভিনন্দন

ঋদ্ধি : থ্যাঙ্ক ইউ ভেরি মাচ অর্পণ।

অর্পণ :  মোস্ট ওয়েলকাম ঋদ্ধি। এবার জন্মদিনের সেরা উপহার কী ?

ঋদ্ধি : কামিং বেবি। (হাসি) এটাই আমার জন্মদিনের সেরা উপহার। আবার আমি ভারতীয় টিমের জার্সি পরে মাঠে পারফর্ম করছি এটাও বড় প্রাপ্তি।

অর্পণ : প্রায় ২১ মস পরে মাঠে ফেরা...

ঋদ্ধি : হ্যাঁ, রিহ্যাব করেছি। কখনও ভাবিনি টিমের বাইরে আছি। মানসিকভাবে পুরোপুরি তৈরি ছিলাম।

অর্পণ : বিশাখাপত্তনম টেস্টে যখন নামছিলে তখন কী একটু নার্ভাস ছিলে ?

ঋদ্ধি : একদমই না। বরং এতদিন পর মাঠে নামছি, আমি পুরো তৈরি ছিলাম।

অর্পণ : ঋষভ পন্থ টিমে এসেছে কোথাও কি...

ঋদ্ধি : (থামিয়ে দিয়ে) সকলে পারফরম্যান্স করে দলে এসেছে। সবাই পারফরম্যান্স করতে চায় দলের জন্য। আমার কাছে এটা একটা প্রসেস।

অর্পণ : বেশ! পুনে টেস্টে ‘সুপারম্যানে’র মতো ক্যাচ নেওয়ার পর ক্যাপ্টেন এবং কোচ কী বললেন?

ঋদ্ধি : বিরাট তো লাফিয়ে উঠেছিল। আমাকে বলল, তুই বলেই সম্ভব। পুরো টিম ভীষণ খুশি হয়েছিল। রবি ভাইও তাই।

অর্পণ : উমেশ তো বলেই দিল তাঁর দুই উইকেট তোমারই

ঋদ্ধি : (খুব হাসি) আমার লক্ষ্যই থাকে বোলাররা সুযোগ তৈরি করলে তা ১০০ শতাংশ কমপ্লিট করতে। আমি খুশি উইকেট এসেছে। টিমের কাজে লেগেছে।

অর্পণ : এই যে সুপারম্যান হয়ে ওঠা এর জন্য কি কোনও স্পেশাল ট্রেনিং করো ?

ঋদ্ধি : দেখো আমাদের তো ট্রেনিং করতেই হয়। ফোকাস, বলের মুভমেন্ট, ব্যাটসম্যানের বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল রাখতেই হয়।

অর্পণ : বোর্ড সভাপতি হোয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে ?

ঋদ্ধি : না, এখনও কথা হয়ে ওঠেনি। হোপফুলি খুব তাড়াতাড়ি দেখা হবে। তখন কথা বলব।

অর্পণ : কোনও উইশ করতে চাও ?

ঋদ্ধি : ডেফিনিটলি। দাদি অনেকদিন ধরে ক্রিকেট খেলেছে। দাদি জানে ক্রিকেটারদের কী প্রয়োজন। ভারতীয় ক্রিকেট সঠিক দিকেই এগোবে এতে কোনও সন্দেহ নেই। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট দাদি।

অর্পণ : ডেফিনিটলি আমরাও তোমরা উইশ সৌরভের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা সৌরভ তো বলেছেন, দিন-রাতের টেস্ট করতে চান, বিরাটেরও মত আছে...

ঋদ্ধি : হ্যাঁ, আমি তো তৈরি। মনে হয়ে ইন্ডিয়ার হয়ে যাঁরা খেলেন তাঁরা সবাই রেডি। আমি অবশ্য একটা ম্যাচ ঘরোয়া ক্রিকেটে খেলেছি।

অর্পণ : ঋদ্ধির কি কোনও নির্দিষ্ট লক্ষ্য আছে ?

ঋদ্ধি : না, কোনও মাইলস্টোন নয়। ইন্ডিয়ার হয়ে ভালো পারফর্ম করাই আমার একমাত্র লক্ষ্য।

অর্পণ : উইশ অল দ্য ভেরি বেস্ট ফর বাংলাদেশ টেস্ট

ঋদ্ধি : থ্যাঙ্ক ইউ ভেরি মাচ


Find Out More:

Related Articles: