দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

A G Bengali
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি রয়েছে এবং তাপমাত্রা স্বাভাবিকের উপরেই। তাই আর্দ্রতা জনিত অস্বস্তি যথেষ্ট ভোগাবে। আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দু-এক পশলা বজ্রবিদ্যুত্‍ সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। চুড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া বাড়বে সকাল আটটার পর থেকেই, সঙ্গে বাড়বে ঘাম। উত্তরবঙ্গে বুধবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে দার্জিলিং,জলপাইগুড়ি, কালিম্পং -জেলায় কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

অন্যদিকে, কলকাতা শহরেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বেলা বাড়লে মহানগরীতেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে দু’এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকার জেলাগুলিতে আজ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী ধস-প্রবণ এলাকাগুলিতে সতর্কতাও জারি করা হয়েছে। মোটের উপর এবছর বর্ষায় গোটা রাজ্যেই বৃষ্টির ঘাটতি রয়েছে। শুধু এরাজ্যেই নয়, বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তর প্রদেশের মতো রাজ্যগুলিতেও এবছর বর্ষার স্বাভাবিক বৃষ্টি হয়নি। যার জেরে ধান উৎপাদনে এবছর বড়সড় ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Find Out More:

Related Articles: