আবার ব্যাট হাতে মাঠে নামছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

A G Bengali
আবার ব্যাট হাতে মাঠে নামছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লেজেন্ডস ক্রিকেট লিগে একটি বিশেষ ম্যাচে খেলতে দেখা যাবে বিসিসিআইয়ের সভাপতিকে। শুক্রবার আয়োজকদের তরফে বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে ম্যাচ খেলার কথা স্বীকার করেছেন সৌরভ নিজেও। আগেই জানা গিয়েছিল, এ বার লেজেন্ডস ক্রিকেট লিগ ভারতে হতে চলেছে। ফলে দেশের মাঠেই খেলতে দেখা যাবে সৌরভকে। ইতিমধ্যেই বেশ কিছু তারকা প্রাক্তন ক্রিকেটারকে এই লিগের হয়ে খেলতে দেখা যাবে। সৌরভ বিশেষ ম্যাচটি খেলবেন একটি সামাজিক কারণে।

অন্যদিকে, ভারতের তারকা বক্সার শিবা থাপা (Shiva Thapa) দুরন্ত জয়ে কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) অভিযান শুরু করেছেন বার্মিংহ্যামে। শুক্রবার অর্থাৎ আজ লাইট ওয়েল্টার ওয়েটের ৬৩.৫ কেজি বিভাগে পাক প্রতিদ্বন্দ্বী সুলেমান বালোচকে (Suleman Baloch) ৫-০ গুঁড়িয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছেন শিবা। পাঁচবারের এশিয়ান চ্যাম্পিয়ন শিবার সামনে এদিন ওয়াঘার ওপারের বক্সার কার্যত দাঁড়াতেই পারেননি। থাপা এদিন রিংয়ে রাজত্ব করলেন রীতিমতো। এদিন ১০ মিনিটেরও কম সময়ে বালোচকে রিংয়ে ধরাশায়ী করেন ভারতের বক্সার। রাউন্ড অফ সিক্সটিনে ২০২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী স্কটল্য়ান্ডের প্রতিযোগী রেসি লিঞ্চের মুখোমুখি হবেন শিবা। পাশাপাশি বার্মিংহ্যামে জিতেই অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা টেবিল টেনিস দল। এদিন কমনওয়েলথ গেমসের প্রথম দিনে মণিকা বাত্রারা ৩-০ উড়িয়ে দিলেন দক্ষিণ আফ্রিকাকে। ভারত দাপটের সঙ্গেই খেলল এদিন। অন্যদিকে ২৪ বছর পর ফের ক্রিকেটের অন্তর্ভুক্তি হয়েছে কমনওয়েলথ গেমসে। ৯৮-তে ছিল পুরুষদের ক্রিকেট। এবার ২০২২-এ মহিলাদের ক্রিকেট।

Find Out More:

Related Articles: