দেখে নিন কোন জার্সি পরে খেলল টিম ইন্ডিয়া
ওয়েস্ট ইন্ডিজকে কার্যত গুঁড়িয়ে দিয়ে ঘরের মাঠে দক্ষিণ
আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি হয় টিম ইন্ডিয়া। তবে কোন স্পনসরের লোগো ভারতীয় দলের
জার্সিতে থাকবে সেটা দেখতে আগ্রহী ছিলেন ক্রিকেট প্রেমীরা। দেখা গেল বেঙ্গালুরুর
এডুকেশনাল অ্যান্ড অনলাইন টিউটোরিং ফার্ম বাইজুর লোগো রয়েছে ভারতীয় দলের জার্সিতে।
যদিও মাস দুয়েক আগেই ঘোষণা করা হয়েছিল, বারতীয় দলের স্পনসর হিসাবে আর থাকছে না
চিনা মোবাইল সংস্থা ওপো।
অন্যদিকে, টি ২০ সিরিজে আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণদের সুযোগ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। ক্যারিবিয়ান সফরে টিম ম্যানেজমেন্টের সেই পরিকল্পনা বেশ কাজেও লেগেছিল। বিশ্বকাপের পর ঘরের মাঠে বিরাট কোহলিদের এটা প্রথম টি ২০ সিরিজ। প্রথম ম্যাচ আজ ধর্ণশালায়। এই ম্যাচেও তরুণ ব্রিগেডকে সুযোগ দিতে পারে বলে সূত্রের খবর। তবে ক্যারিবিয়ান সফর একেবারেই ভালো না গেলেও ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে শিখর ধাওয়ানের উপরই থিঙ্ক ট্যাঙ্ক ভরসা রাখবে বলেই মনে হয়। ফিরতে পারেন হার্দিক পাণ্ডিয়াও। ক্যারিবায়ান সফরে দীপক চাহার এবং নভদীপ সাইনির বোলিং টিম ম্যানেজমেন্টকে সন্তুষ্ট করতে পেরেছে। তাই এই দুই বোলারের প্রথম একাদশে থাকার সম্ভাবনা যথেষ্ট। ঋষভ পান্থও প্রথম একাদশে থাকবে। কেএল রাহুলকে খারপ পারফরম্যান্সের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দল থেকে বাদ দেওয়া হলেও টি ২০-তে প্রথম একাদশে কেএল রাহুলের থাকার সম্ভাবনা প্রবল। বাঁ হাতি স্পিনার হিসাবে এবং ব্যাটও যেহেতু ভালোই করতে ক্রুণাল তাই ক্রণালেরও প্রথম একাদশে জায়গা হবে। আর দল যখন বিপদে পড়েছে তখন পরিত্রাতা হিসাবে রবীন্দ্র জাদেজা অবতীর্ণ হয়েছেন। তাই রবীন্দ্র জাদেজার দলে থাকা নিয়ে কোনও সন্দেহ নেই।