সর্বমঙ্গলার ঘট উত্তোলন দিয়ে শুরু হয়ে গেল পুজো

Paramanik Akash
রীতি ও চিরাচরিত প্রথা মেনে রবিবার বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলার পুজোর জন্য ঘট উত্তোলন পর্ব হল। যদিও এবারও রাজ পরিবারের কোনো সদস্য হাজির ছিলেন না। দীর্ঘদিন ধরেই বর্ধমা্ন রাজ পরিবার প্রতিষ্ঠিত এই দেবী সর্বমঙ্গলা পুজোর ঘট উত্তোলন পর্বে রাজ পরিবারের প্রতিনিধিরা হাজির থাকেন। কিন্তু গত কয়েকবছর ধরেই সেই রেওয়াজ কেটেছে। এদিন যথারীতি শোভাযাত্রা করে মন্দির থেকে বেড়িয়ে কৃষ্ণসায়র থেকে ঘট ভর্তি করে আনা হয়। আমরা জানি পুজর আগে খুঁটি পুজা সেরে দুর্গা পুজার আরম্ভ হয় । হয় দেবির বোধন । কোথাও কোথাও আরও নিয়ম থেকে থাকে । কিন্তু এই রাজবাড়ীর প্রিথক নিয়ম সর্বমঙ্গলার ঘট ডুবিয়ে পুজা শুরু হয় । 

 

Find Out More:

Related Articles: