জিভাও এবার বিজ্ঞাপনে

frame জিভাও এবার বিজ্ঞাপনে

A G Bengali
এবার টিভির পর্দায় বিজ্ঞাপনে দেখা যাবে বাবা-মেয়েকে। এর আগে বাবার খেলা দেখতে মাঝে মধ্যেই স্টেডিয়ামে দেখা যেত ছোট্ট জিভাকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও মাহির জনপ্রিয়তা একটুও কমেনি। কিছুদিন আগে স্ত্রী সাক্ষীর সঙ্গেও এক টুথপেস্টের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল ধোনিকে। আর এবার একটি বিস্কুটের বিজ্ঞাপনে দেখা যাবে বাবা মেয়ে জুটিকে।

ইনস্টাগ্রামে এই বিজ্ঞাপন ইতিমধ্যেই ভাইরাল।প্রথমবার ক্যামেরার সামনে এসেও বাবা মেয়ের খুনসুটি দেখে দর্শকরা ইতিমধ্যেই মুগ্ধ। এই বিজ্ঞাপনে বেশ কয়েকটি ভাষায় বাবার সঙ্গে কথা বলতে শোনা গেছে জিভাকে।

Find Out More:

Related Articles:

Unable to Load More