নেমারের বিচার শুরু হল বার্সেলোনায়। স্যান্টোস থেকে তাঁর বার্সেলোনায় যোগ দেওয়ার আর্থিক চুক্তিতে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। সেই মামলাতেই এ বার বিচার হবে ব্রাজিলের তারকা ফুটবলারের। এর ফলে ৩০ বছরের নেমারের দু’বছরের জন্য জেল পর্যন্ত হতে পারে। ব্রাজিলের যে সংস্থা যারা স্যান্টোসে থাকাকালীন নেমারের ৪০ শতাংশ স্বত্বের মালিক ছিল, তারা আদালতে অভিযোগ দায়ের করে। সেই সংস্থার অভিযোগ, তাদের অগ্রাহ্য করেই নেমারের বাবা বার্সার সঙ্গে চুক্তি সই করেছিলেন। ২০১৭ সালে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন ব্রাজিলের ফুটবলার। স্পেনের হাই কোর্টে সেই মামলা খারিজ করে দেওয়ার জন্য আবেদনও করেছিলেন তিনি। আদালত যদিও তা মানেনি। ব্রাজিলের সেই লগ্নিকারী সংস্থার তরফে বৃহস্পতিবার নেমারের পাঁচ বছরের কারাদণ্ডের আর্জি জানানো হয়েছে আদালতে। সেই সঙ্গে প্রায় ১২০৪ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক‘ম্যানকডিং’পছন্দ করেন না। এমটাই জানালেন অ্যারন ফিঞ্চ। যেখানে বোলাররা নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যানকে রান আউট করে সেটা কখনই পছন্দ নয় ফিঞ্চের। ভারতীয় ক্রিকেটার ভিনু মানকড়ের নামে জনপ্রিয় ম্যানকডিং, ক্রমাগত আলোচিত হচ্ছে। ভারতের দীপ্তি শর্মা গত মাসে ইংল্যান্ডে ওডিআই সিরিজের সময় একইভাবে চার্লি ডিনকে আউট করেছিলেন। ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে ভারত। তারপরে শুরু হয়েছিল বিতর্ক। তবে সেটাই প্রথম নয়, এর আগেও বহুবার এই আউট নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। আবারও সেই বিতর্কে ঘি-এর ছিটে পড়ল। শুক্রবার বৃষ্টির কারণে বাতিল হয়ে ছিল ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। তবে ম্যাচ বাতিল হওয়ার আগে বেশকিছু ওভার খেলা হয়েছিল। এই ম্যাচে অস্ট্রেলিয়ার পেস বোলার মিচেল স্টার্ক একটা সময়ে ক্রিজ ছাড়ার বিরুদ্ধে ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলারকে সতর্ক করেছিলেন।অ্যারন ফিঞ্চ এই ঘটনা প্রসঙ্গে বলেন,‘সতর্কতা পাওয়ার পরও যদি না শোনেন, তাহলে তো ঠিক।’আচ্ছা আমি এটা পছন্দ করি না।’এমসিসি ম্যানকডিংকে রান আউট হিসেবে স্বীকৃতি দিয়েছে তবে বাটলারও বলেছেন যে এই ভাবে আউট হওয়ার পক্ষে নন তিনি। জোস বাটলার বলেন,‘কেউ এই রকম আউট দেখতে চায় না, কারণ এটি ব্যাট এবং বলের পারফরম্যান্সের পরিবর্তে আলোচনার দিকে নিয়ে যায়।’