নোবেলজয়ীর বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

A G Bengali
নোবেলজয়ী অমর্ত্য সেনের (Amartya Sen) বিরুদ্ধে বিশ্বভারতীর জমি দখলের অভিযোগ ঘিরে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে। বিশ্বভারতীর (Bisva Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakrabarty) সঙ্গে অমর্ত্য সেনের বাগযুদ্ধও অব্যাহত। তারই মধ্যে রাজ্য বিজেপির (BJP) তাবড় নেতারা এই ইস্যুতে উপাচার্যের পাশে দাঁড়িয়েছেন। রাজ্যের শাসকদল তৃণমূল আবার নোবেলজয়ীর পক্ষে। প্রায় রোজই দুপক্ষের মধ্যে এ নিয়ে চাপানউতোর চলছে। এই বিতর্কের মাঝেই বোলপুর সফরের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনের সঙ্গে দেখা করতে পারেন বলে নবান্নে সূত্রের খবর।
আগামী, ৩১ জানুয়ারি বোলপুরে (Bolpur) যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। সেখানে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। পরের দিন রাজনৈতিক সভাও করার কথা। দু'দিনের এই সংক্ষিপ্ত সফরের মাঝেই মুখ্যমন্ত্রী প্রতীচীতে যেতে পারেন। ৮৯ বছরের প্রবীণ অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়িতে। নোবেলজয়ীকে নিয়ে যেভাবে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং বিজেপি নেতারা প্রচার চালাচ্ছেন তা নিয়ে ঘনিষ্ট মহলে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি নোবেলজয়ীর পাশে থাকার বার্তা দেবেন বলেই জানা যাচ্ছে।
বিশ্বভারতীর দাবি, অমর্ত্য সেনের বাড়ির মধ্যে থাকা ১৩ ডেসিমেল জায়গা বিশ্ববিদ্যালয়ের সেই জমি ফেরত চেয়ে একাধিকবার অমর্ত্য সেনকে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি ফের বিশ্ববিদ্যালয়ের তরফে জমি ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তা নিয়েই শুরু হয়েছে নতুন করে বিতর্ক। উপাচার্য অভিযোগ করেন, অমর্ত্য সেন আদৌ নোবেল পুরস্কার পাননি। উপাচার্য কখনও নাম করে, কখনও আবার নাম না করে এই প্রবীণ অর্থনীতিবিদকে ব্যক্তিগত স্তরেও আক্রমণ চালাচ্ছেন। অমর্ত্য কখনও তাঁর জবাব দিচ্ছেন। আবার কখনও নীরব থেকেছেন।
এর আগেও জমি ফেরত চেয়ে অমর্ত্য সেনকে চিঠি দিয়েছিল বিশ্বভারতী। তখনও মুখ্যমন্ত্রী তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন। সাম্প্রতিক বিতর্কেও তৃণমূলের (TMC) একাধিক নেতা, মন্ত্রী, সাংসদ অমর্ত্য সেনের সমর্থনে এগিয়ে এসেছেন। তাঁরা বিশ্বভারতীর উপাচার্যকে বিজেপির লোক বলে কটাক্ষ করতেও ছাড়েননি। মমতা বোলপুরে গিয়ে অমর্ত্য  সেনকে কী বলেন, তা নিয়ে আগ্রহ রয়েছে বিভিন্ন মহলের।

Find Out More:

Related Articles: