নিউ গড়িয়া-রুবি মেট্রোর মহড়া দৌড় এখনই নয়

A G Bengali
ট্রেন চালানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতির অনেক কিছুই বাকি থাকায় আরও প্রায় মাসখানেক লাগতে পারে ওই প্রক্রিয়ায়। সে জন্য আপাতত জোকা-বি বা দী বাগ মেট্রোর একাংশে পরিষেবা শুরু করার উপরেই বেশি জোর দিতে চান মেট্রো কর্তৃপক্ষ। জোকা থেকে তারাতলা পর্যন্ত প্রায় সাড়ে ৯ কিলোমিটার মেট্রোপথে ছ’টি স্টেশন (জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা) রয়েছে। ওই দূরত্বে ইতিমধ্যেই বেশ কয়েক বার মহড়া দৌড় সফল ভাবে সম্পন্ন হয়েছে। পুজোর মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করে অক্টোবর মাসের মাঝামাঝি রেলওয়ে সেফটি কমিশনারের কাছে পরিদর্শন এবং প্রয়োজনীয় ছাড়পত্রের জন্য আবেদন জানাবেন মেট্রো কর্তৃপক্ষ।
ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল। ইডি, সিবিআইয়ের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। নিন্দা প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রসঙ্গত, এদিন অধিবেশনের শুরুতেই উত্তেজনা ছড়ায়। বিধায়ক মানিক ভট্টাচার্য বক্তব্য রাখতে উঠলে, বিজেপি বিধায়করা হই চই জুড়ে দেন। 'চোর, চোর' বলে স্লোগান দেন। পাল্টা মানিক ভট্টাচার্যও বলেন, 'যখন চুরি হচ্ছিল, তখন কোথায় ছিলেন?' ১৬৯ ধারায় বিধানসভায় নিন্দা প্রস্তাব আনবে তৃণমূল। বিধানসভার অধিবেশনের দ্বিতীয় পর্বে এই প্রস্তাব আনা হবে। শাসকপক্ষের তরফে বিধানসভায় নিন্দা প্রস্তাব পেশ করবেন তাপস রায় ও নির্মল ঘোষ। নিন্দা প্রস্তাবে স্পষ্ট বলা হয়েছে, ইডি ও সিবিআইয়ের অতি তৎপরতার জন্যই এই রেজোলিউশন। ইডি ও সিবিআইয়ের অতি তৎপরতা একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে শাসকদলের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদেরই হেনস্থা করা হচ্ছে। বিরোধী দলের যাঁদের চিটফান্ডের সঙ্গে যোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

Find Out More:

Related Articles: