রবিবার রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

frame রবিবার রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

A G Bengali
রবিবারে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। রবিবারে 'রবি'র দেখা পাওয়ার সম্ভাবনা কম। বরং মেঘলা আকাশ নিয়েই সারাদিন কাটবে বঙ্গবাসীর। এদিকে, সোমবারেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির কথা রয়েছে। পরবর্তীতে তা নিম্নচাপে পরিণত হয়ে ধেয়ে আসবে উপকূলের দিকে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। মঙ্গলবারের মধ্যে সেই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। মূলত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জেরে। জানা গিয়েছে ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে সম্ভাব্য নিম্নচাপটি। উপকূলের দিকে এটি যত এগোবে, ততই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।


একটি সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে উত্তরপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে। তাছাড়া মৌসুমী অক্ষরেখা পটনা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। এর জেরে আগমী দু'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে তা পরিবেশে তেমন প্রভাব ফেলবে না। বাতাসের আর্দ্রতাও এখন অনেকটা কম থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমান ৮৯ শতাংশ। কয়েকটি জায়গায় বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণাবর্তের জেরে আগামী ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামিকাল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।



Find Out More:

Related Articles:

Unable to Load More