আর দেরী নয়। ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই দেশে শিশুদের জন্য কোভিডের টিকাকরণ শুরু হয়ে যাচ্ছে। সুস্থ শিশুদের মার্চ থেকেই টিকা দেওয়া শুরু হচ্ছে বলে খবরে প্রকাশ। কোভিড টিকা উপদেষ্টা সংক্রান্ত প্যানেলের প্রধান এনকে অরোরা এই খবর জানিয়েছেন। কো-মর্বিডিটি থাকা শিশুদের করোনা টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়ে দেন এনকে অরোরা। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ' দেশের ১২ বছরের বেশি বয়সিদের জন্য একটি টিকাকে আপৎকালীন ছাড়পত্র দেওয়া হয়েছে। তা চলে আসবে অক্টোবরের মধ্যে। ১২ বছরের ঊর্ধ্বে শিশুদের উপরে কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। তা অক্টোবরের শেষের দিকে তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।' প্রসঙ্গত, অক্টোবরের মধ্যে ১৮-র কমবয়সিদের টিকাকরণ শুরু হয়ে যাবে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই দেশের ৮০ কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব বলে মনে করছেন অরোরা। তাঁর কথায়, 'টিকার উৎপাদন বেড়েছে। এবার টিকাকরণ একেবারে মসৃণ গতিতে এগোচ্ছে। 'টিকার উৎপাদন বেড়েছে। এবার টিকাকরণ একেবারে মসৃণ গতিতে এগোচ্ছে।
'আরও পড়ুন: করোনার মত মহামারী আসছে আগামী ৬০ বছরের মধ্যেই! এবার কী কারণে? সেপ্টেম্বরে ২০ কোটি, অক্টোবরে ২৫ কোটি ও ডিসেম্বরে ৩৫ কোটি ডোজ মেলার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। গত দেড় বছরে টিকা উৎপাদনে কেন্দ্র ২০০০ কোটি টাকার বিনিয়োগ করেছে বলে জানান কোভিড টিকা উপদেষ্টা সংক্রান্ত প্যানেলের প্রধান।