মঙ্গলবার, ২০ জুলাই মাধ্যমিকের ফল প্রকাশ। সকাল ৯টায় আনুষ্ঠানিক ফল প্রকাশ হবে। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এই তথ্য। সকাল ৯টায় আনুষ্ঠানিক ফল ঘোষণার পর সকাল ১০টা থেকে ওয়েবসাইট এর মাধ্যমে ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা৷ রেজিস্ট্রেশন নম্বর ও ডেট অফ বার্থ দিলেই ওয়েবসাইট মারফত রেজাল্ট পাওয়া যাবে। করোনা অতিমারির কথা মাথায় রেখে এ বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছিল৷ মধ্যশিক্ষা পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল, পরীক্ষা না হওয়ায় নবম শ্রেণির বার্ষিক এবং দশম শ্রেণির স্কুলের পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মাধ্যমিকের মার্কশিট তৈরি করা হবে৷
এ বার মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল ১১ লক্ষেরও বেশি পরীক্ষার্থীর। কিন্তু করোনার কারণে পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি। পরীক্ষা না হওয়ায় এবার মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ হবে না। শুধুমাত্র অভিভাবকরাই মার্কশিট নিতে আসবেন। ছাত্র-ছাত্রীদের হাতে মার্কশিট দেওয়া যাবে না। মধ্যশিক্ষা পর্ষদের তরফের স্কুল গুলিকে এই নির্দেশিকা দেওয়া হব। বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শুধুমাত্র অভিভাবকদের হাতেই মার্কশিট দেওয়া হবে। মঙ্গলবার ৪৯টি কেন্দ্র থেকে মার্কশিট দেওয়া হবে। সকাল ১০টার পর থেকে বিতরণ করা হবে মার্কশিট। স্কুলগুলিই এই বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট সংগ্রহ করবে। মার্কশিটের সঙ্গেই দেওয়া হবে অ্যাডমিট কার্ডও। তবে ছাত্র ছাত্রীরা স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন না।