বায়োপিকের নাম বদল

A G Bengali
সময়টা কিন্তু মোটেও ভাল যাচ্ছে না অক্ষয় কুমারের (Akshay Kumar)। সূর্যবংশী (Sooryavanshi)-র পর থেকে খিলাড়ি কুমারের (Khiladi Kumar) কোনও ছবিই বক্সঅফিসে ভাল ফল করেনি।অবশ্য পুরনো ব্যর্থতা নিয়ে মোটেও চিন্তিত নন আক্কি। তিনি মনে করেন, বক্সঅফিসে (Box Office) সাফল্য পাওয়াটা এখন শুধুই সময়ের অপেক্ষা। কারণ, এবছর মুক্তি পাচ্ছে অক্ষয়ের আরও বেশ কিছু ছবি। সেপ্টেম্বরের শুরুতেই মুক্তি পাবে সুরিয়া (Suriya) অভিনীত সোররাই পটরু (Sorrai Potru)-র হিন্দি রিমেক। অবশ্য ছবির নাম এখনও ঘোষণা করেননি নির্মাতারা। মুক্তির অপেক্ষায় রয়েছে ওহ মাই গড ২ (Oh My God 2) এবং মারাঠি ছবি বীর মারাঠে বীর দাউদলে সাত (Veer Marathe Veer Daudle Saat)-ও। যে ছবিতে অভিনয় করে মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখবেন অক্ষয় কুমার। পাশাপাশি চলতি বছরেই মুক্তি পেতে চলেছে মাইনিং ইঞ্জিনিয়র যশবন্ত সিং গিলের (Mining Engineer Yashwant Singh Gill) বায়োপিক। ১৯৮৯ সালে রানিগঞ্জের কয়লা খনি থেকে ৬৬ জন শ্রমিককে প্রাণ বাজি রেখে উদ্ধার করেছিলেন যশবন্ত সিং গিল। সেই হাড়হিম করা রেস্কিউ অপারেশনের কাহিনিকেই রূপোলি পর্দায় তুলে ধরেছেন পরিচালক টিনু সুরেশ দেশাই (Tinu Suresh Deshai)। ছবিতে যশবন্ত সিং গিলের চরিত্রে নজর কাড়বেন অক্ষয় কুমার। বলিতারকার সঙ্গে ছবিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Pariniti Chopra)। প্রথমে জানা গিয়েছিল, ছবির নাম নির্মাতারা রেখেছেন ক্যাপসুল গিল (Capsule Gill)।

যদিও সদ্যই যশবন্ত সিং গিলের বায়োপিক নিয়ে মিলেছে নতুন খবর। সম্প্রতি বদলে গিয়েছে ছবির নাম।ছবির নতুন নাম রাখা হয়েছে দ্য গ্রেট ইন্ডিয়ান রেস্কিউ (The Great Indian Rescue)। ক্যাপসুল গিল নামটি নাকি মোটেও ছবির জন্য যথার্থ নয়। তাই দমদার কোনও টাইটেল চাইছিলেন প্রযোজক। শেষ পর্যন্ত ছবির নামকরণ করা হয়েছে দ্য গ্রেট ইন্ডিয়ান রেস্কিউ। এবছরই ছবিটি মুক্তি পাবে বলেই খবর। যদিও এখনও দ্য গ্রেট ইন্ডিয়ান রেস্কিউ মুক্তির দিনক্ষণ ঘোষণা হয়নি।

Find Out More:

Related Articles: