রাজ্যে বিনিয়োগের প্রতিশ্রুতি আদানির!

A G Bengali
করোনার কারণে ২ বছর বন্ধ ছিল বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলন। ২০১৯-র পর ফের এবছর অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS)। আজ, বুধবার অর্থাৎ ২০ এপ্রিল থেকে নিউটাউনের কনভেনশন সেন্টারে শুরু হল এই সম্মেলন। চলবে ২ দিন। বিশ্বের ৪২ টি থেকে দেশ থেকে প্রতিনিধিরা এসেছেন। সম্মেলনে যোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর সংযোজন, 'আপনারা বিনিয়োগ করুন। আমার সরকার আপনাদের সবরকম সহযোগিতা করবে'। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS) মঞ্চ থেকে শিল্পপতিদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বললেন, 'রাজনৈতিকভাবে বিভিন্ন দলের সঙ্গে আমাদের মতভেদ থাকতে পারে। কিন্তু আপনি যখন বাংলায় থাকবেন, জানবেন আপনি আমাদের পরিবারের অংশ'। 

গৌতম আদানি বিনিয়োগ নিয়ে কী বললেন ? 

আদামী দশ বছরে বাংলা দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী। রাজ্যে ২৫ হাজারের মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষে কর্মসংস্থান হবে। কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি (Gautam Adani)। রাজ্যে আদানি গ্রুপ কী কী ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে তারও ইঙ্গিত দিয়েছেন আদানি। একটি ডেটা সেন্টার নির্মাণ করতে চান বাংলায়। সমুদ্রের নীচে কেবল পাতার লক্ষ্য রয়েছে। এ ছাড়াও ওয়্যারহাউজ, লজিস্টিক পার্ক তৈরির লক্ষ্য রয়েছে আদানি গ্রুপের। সংস্থার অধীন আদানি উইলমার গ্রুপের ফরচুন সরষের তেলের উৎপাদন বাড়াতে চান বলেও জানান গৌতম।

Find Out More:

Related Articles: