‘আইএনএস বিক্রান্ত' সম্পর্কে কিছু তথ্য
প্রকৃতপক্ষে এই যুদ্ধবিমানবাহী রণতরী তৈরি করে ভারত আমেরিকা, ইউকে, রাশিয়া, চিন ও ফ্রান্সের পাশে নাম লেখাল। এতদিন পর্যন্ত কেবলমাত্র এই কয়েকটি দেশই সম্পূর্ণভাবে দেশের মাটিতে এয়ারক্রাফট কেরিয়ার তৈরি করতে পারত। ‘আইএনএস বিক্রান্ত’ ২৬২ মিটার উঁচু, ৬২ মিটার চওড়া। এই রণতরীতে প্রায় ১৬০০ ক্রু সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে। এই রণতরীতে ৩০টি বিমান ওঠানামা করতে পারবে। মিগ-২৯কে-র মতো যুদ্ধবিমানও ওঠানামা করার সুবিধা থাকবে এই যুদ্ধজাহাজে। ৪৫ হাজার টনের এই যুদ্ধজাহাজ তৈরিতে খরচ হয়েছে ২০ হাজার কোটি টাকা।
এদিন ভারতীয় নৌবাহিনীর প্রতীক (New Naval Ensign)-ও নতুন করে উন্মোচিত হল। আগেরটার পরিবর্তে এটি এল। এদিন প্রধানমন্ত্রী বলেছেন, 'এতদিন ব্রিটিশ শাসনের চিহ্ন ছিল ভারতীয় নৌবাহিনীর প্রেতীকে। এবার থেকে তা সরে গেল। ছত্রপতি শিবাজি মহারাজের আদর্শ থেকে অনুপ্রাণিত হয়েছে এই প্রতীক।'