ধীরে ধীরে শক্তি হারাচ্ছে বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ

frame ধীরে ধীরে শক্তি হারাচ্ছে বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ

A G Bengali
শুক্রবার নিম্নচাপ থেকে তৈরি হওয়া গভীর নিম্নচাপ এই মুহূর্তে ঝাড়খণ্ডের কাছে অবস্থান করছে। এর ফলে ঝাড়খণ্ডে বাড়তে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে নিম্নচাপ। গভীর নিম্নচাপ এখন রয়েছে ঝাড়খন্ড ও ছত্রিশগড় সংলগ্ন এলাকায়। পূর্ব মধ্যপ্রদেশ হয়ে এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিমের দিকে এগোবে। তারপরে দুর্বল হবে এই নিম্নচাপ। মৌসুমী অক্ষরেখা সুলতানপুর হয়ে বিহারের গয়ার উপর দিয়ে রাজ্যের পশ্চিমের জেলা বাঁকুড়ার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। নিম্নচাপের প্রভাবে ঝাড়খন্ড ছত্রিশগড় ও পূর্ব মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পশ্চিম মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা।


আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারের মতো শনিবারও আকাশ মেঘলাই থাকবে। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনাতে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও দিন ভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই বর্ধমানে। আবহবিদরা জানিয়েছেন, উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে শনিবারও দমকা হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪৪.৪ মিলিমিটার।

Find Out More:

Related Articles:

Unable to Load More