বীরেন্দ্র সহবাগের ভক্ত পৃথ্বী তাঁর আদর্শের মতোই আগ্রাসী ব্যাটিং করতে পছন্দ করেন। রানের মধ্যে থেকেও দলে সুযোগ না পাওয়ায় হতাশ পৃথ্বী। মুম্বইয়ের অধিনায়ক বলেছেন, ‘‘তিনটে অর্ধশতরান করার পরেও আমাকে কেউ অভিনন্দন জানায়নি। মনে হয় এই রানটা আমার জন্য যথেষ্ট নয়। খারাপ তো লাগবেই। মাঝে মাঝে এরকম হয়। আমার দল অবশ্য ভাল খেলছে। আমি খুশি। অধিনায়ক হিসাবে দলের ২১ জন সদস্যের কথাই ভাবতে হয় আমাকে। কেবল নিজের কথা ভাবলে হয় না।’’ ভারতীয় দলে সুযোগ না পেলেও নিজের কাজ করে যেতে চান পৃথ্বী। তিনি বলেছেন, ‘‘জীবনের মতো ক্রিকেটেও উত্থান এবং পতন আছে। সব সময় ভাল হয় না। এগুলো কিছু সময়ের ব্যাপার। ব্যাটে-বলে ভাল সংযোগ হচ্ছে। যে কোনও দিন বড় রান পাব। আপাতত আমার লক্ষ্য ফাইনালে দলের ভাল পারফরম্যান্স নিশ্চিত করা। দল ভালই খেলছে। আমরা উপভোগ করছি।’’
অন্যদিকে, কোভিডে আক্রান্ত হয়ে লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাহির আব্বাস। শোনা যাচ্ছে করোনায় আক্রান্ত হওয়ার পর এই মুহূর্তে আইসিএউতে রয়েছেন এই প্রবাদপ্রতিম ব্যাটার। পাকিস্তানের একটি প্রথমসারির সংবাদ মাধ্যম এই দাবি করেছে। ২৪ অক্টোবর, ১৯৬৯ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। নিজস্ব দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৭৪ রান করেন যা অদ্যাবধি পাকিস্তানীদের পক্ষে পঞ্চম সেরা রানের রেকর্ড। কেরিয়ারে জীবনে তিনি চারটি দ্বিশত রান করেন। সর্বশেষটি করেন ১৯৮৩ সালে ভারতের বিপক্ষে। ধারাবাহিকভাবে টেস্টে তিনটি শতরানসহ প্রথমশ্রেণীর ক্রিকেটে একশটি সেঞ্চুরি করেছেন আব্বাস। টেস্ট ক্রিকেটসহ প্রথম-শ্রেণীর ক্রিকেটে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে জিওফ্রে বয়কটের সঙ্গে সেঞ্চুরিতে ভাগাভাগি করেন।