হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ৭ অগস্ট, রবিবার উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ তৈরি হলে রাজ্যে বৃষ্টি বাড়বে। প্রসঙ্গত, এ বছর বর্ষার বৃষ্টির দাক্ষিণ্য সে ভাবে পায়নি কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। এখনও পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি হয়নি। আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বর্ষণের সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতায় প্রধানত আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গোটা রাজ্যেই মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়িতে দু এক জায়গায় দু'এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে লাগাতার ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। মূলত মেঘলা আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি হবে জলীয় বাষ্প বাতাসে বেশি থাকার সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে দক্ষিণ ভারতের বেশ কিছু এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় রায়েলসীমাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আগামী কাল কেরল মাহে ঘাট পর্বতমালা এলাকায় এবং তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা।