অসংসদীয় শব্দের নতুন তালিকার পরে সর্বশেষ আদেশে বলা হয়েছে যে সংসদে কোনও ধরনার অনুমতি দেওয়া হবে না। মহাসচিবের সর্বশেষ আদেশ অনুসারে, সংসদ সদস্যরা কোনও ধরনা অথবা ধর্মঘটের জন্য সংসদ এবং এর আশেপাশের এলাকা ব্যবহার করতে পারবেন না। পিসি মোদির আদেশে বলা হয়েছে, "সদস্যরা কোনও বিক্ষোভ, ধর্মঘট, অনশন অথবা কোনও ধর্মীয় অনুষ্ঠান করার উদ্দেশ্যে সংসদ ভবনের আশেপাশের এলাকা ব্যবহার করতে পারবেন না।" চিঠির শেষে সংসদের সদস্যদের সহযোগিতা ছেয়েছেন মোদী। সূত্র মারফত জানা গিয়েছে এটা প্রথম নয়। স্পিকারের সচিবালয় থেকে এই নোটিশ প্রত্যেক সেশনের আগে দেওয়া হয়। অন্যদিকে, লোকসভা সচিবালয় বুধবার সংসদের বাদল অধিবেশনের আগে একটি পুস্তিকা প্রকাশ করেছে। সেখানে এমন শব্দগুলি তালিকাভুক্ত করেছে যা এখন দুটি হাউসে 'অসংসদীয়' বলে বিবেচিত হবে।
অন্যদিকে, ‘অসংসদীয়’ শব্দ ঘিরে বিতর্কে সরগরম জাতীয় রাজনীতি। মোদী সরকারের নয়া ‘ফরমান’ নিয়ে বৃহস্পতিবারই টিপ্পনি কেটেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সংসদ কক্ষে ‘অসংসদীয়’ শব্দের বিকল্প হিসাবে কোন শব্দ ব্যবহার করা যাবে, তা নিয়ে এ বার টুইট করে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন কৃষ্ণনগরের সাংসদ। কটাক্ষের সুরে টুইটারে মহুয়া লিখেছেন, ‘অসংসদীয় শব্দের বিকল্প: নিষিদ্ধ শব্দ— আইওয়াশ, বিকল্প শব্দ— অমৃতকাল।’ অন্য একটি টুইটে মহুয়া লিখেছেন, ‘গোলি মারো সালোঁ কো’, ‘বুলডোজার’, ‘ঠোক দো’র মতো কয়েকটি শব্দ এখনও সংসদে ব্যবহার করা যাবে। ঘটনাচক্রে, এই শব্দগুলি বিভিন্ন সময়ে বিজেপি নেতাদের মুখে শুনেছে দেশের রাজনীতি।