মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। বুধবার সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছেন তিনি। উদ্ধব ঠাকরের পদত্যাগের পর রাজ্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার গঠন প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। উদ্ধবের ইস্তফার ঘোষণার ফলে গত ১০ দিনের ‘রাজনৈতিক নাটকের’ যবনিকা পড়ল মহারাষ্ট্রে। বুধবার রাতে রাজ্যপালের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে শিবসেনার তরফে জানানো আবেদন দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা শুনানির পর নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জেবি পাড়িয়ালার বেঞ্চ রাজ্যপাল নির্দেশিত নির্ঘণ্ট মেনেই আস্থাভোট গ্রহণের নির্দেশ দেয়। এর পরেই ‘ফেসবুক লাইভ’ করে পদত্যাগের কথা জানান উদ্ধব। মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি তিনি বিধান পরিষদের সদস্যপদেও ইস্তফা দিচ্ছেন বলে উদ্ধব জানিয়েছেন।
অন্যদিকে দেবেন্দ্র ফড়নবীশ মুম্বাইয়ের তাজ হোটেলে মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রকান্ত পাটিল এবং দলের অন্যান্য নেতাদের সঙ্গে একটি দলীয় বৈঠক করেছেন। অন্যদিকে, এনসিপি নেতারা দলীয় বৈঠকের জন্য সিলভার ওকে পৌঁছে যান। উদ্ধব ঠাকরে বিধান পরিষদের সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন। রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারি উদ্ধব সরকারকে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমানের জন্য ফ্লোর টেস্টের নির্দেশ দেওয়ার পরেই ভেঙে যায় মহা বিকাশ আগাড়ি সরকার। ঠাকরে ইস্তফা দেওয়ার সময় বলেন মানুষের আশির্বাদ এবং সহযোগিতায় তিনি এই পদে ছিলেন। একই সঙ্গে তিনি এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং এবং কংগ্রেস প্রধান সনিয়া গান্ধীকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।