রোহিত শর্মার নয়া বিশ্বরেকর্ড

A G Bengali
এশিয়া কাপে হং কংয়ের বিরুদ্ধে মাত্র ২১ রানের ইনিংস খেলেই বিশ্বরেকর্ড করে ফেললেন রোহিত শর্মা। ১৩ বলে ২১ রানের ইনিংস খেলেন আউট হয়ে যান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। আয়ূষ শুক্লার বলে আইজাজ খানের বলে ক্যাচ আউট হয়ে যান হিটম্যান। ২টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। এই রানের ইনিংস খেলেই রোহিত বিশ্বরেকর্ড করে ফেলেন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে। রোহিত প্রথম ব্যাটার হিসাবে দেশের জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ৩৫০০ রান পূর্ণ করেন। এই মুহূর্তে তাঁর রান ৩৫২০। রোহিতের ঠিক পিছনেই রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (৩৪৯৭ রান)।
অন্যদিকে, ২৬ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস। ছ’টি চার এবং ছ’টি ছয়। ব্যাট হাতে হংকংয়ের বিরুদ্ধে কার্যত তাণ্ডব চালালেন সূর্যকুমার যাদব। তাঁর এই আগ্রাসনের ব্যাখ্যা ক্রিকেট ব্যকরণে খুঁজতে গেলে ভুলই হবে। মাঠের চার দিকে শট খেলেছেন। অফ স্টাম্পের বাইরের খাটো লেংথের বলকে অবলীলায় পাঠিয়েছেন লেগ সাইডের গ্যালারিতে। হংকংয়ের বোলাররা বুঝতেই পারছিলেন না, কোথায় বল ফেললে সূর্যকুমারের আগ্রাসনে বাধ দেওয়া যাবে। কী ভাবে সম্ভব এমন ব্যাটিং! ইনিংসের বিরতিতে নিজেই রহস্য উন্মোচন করেছেন সূর্যকুমার। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বলেছেন, ‘‘এমন ধরনের শট কখনও অনুশীলন করিনি। ছোট বেলায় বন্ধুদের সঙ্গে রবারের বলে ক্রিকেট খেলতাম। তখন এ রকম শট খেলতাম। ছোট বেলার ক্রিকেট থেকেই এই শটগুলো তুলে এনেছি। উইকেট একটু মন্থর ছিল শুরুতে। ব্যাট করতে যাওয়ার আগে রোহিত শর্মা এবং ঋষভ পন্থের সঙ্গে কথা বলেছিলাম। ওদের বলেছিলাম রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করব। ১৭০-১৭৫ রান তোলার চেষ্টা করব।’’

Find Out More:

Related Articles: