উপকূলের তিন জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি এবং মাঝে দু এক পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে অশনির আর কোনও প্রভাব আগামি ২৪ ঘণ্টায় নেই বলেই জানা গেছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অশনির বিচ্ছিন্ন মেঘ এবং স্থানীয় পরিমণ্ডলে পর্যাপ্ত জলীয় বাষ্পের ফলে কলকাতা, নদিয়া সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি ও মাঝে মাঝে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। বৃষ্টির সময় সাময়িক স্বস্তি থাকলেও বাকি সময় চুড়ান্ত অস্বস্তিকর ঘর্মাক্ত আবহাওয়া থাকবে বলেই জানা গেছে।
ঘূর্ণিঝড় অশনি নিম্নচাপে পরিণত হওয়ায় বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকটি দিন বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে৷ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ প্রচুর বাতাস প্রবেশ করছে। এর ফলে উত্তরবঙ্গের সব জেলাতে ১৫ মে পর্যন্ত মাঝারি বৃষ্টি হবে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে আজ ও কাল তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। তবে আকাশের মেঘ কেটে গেলে দু'দিন পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া আগামী ৫ দিন অপরিবর্তিত থাকবে। উল্লেখ্য, বুধবার অশনির উত্তর-উত্তরপূর্ব দিকে এগোচ্ছিল গতকাল। বুধবার সন্ধ্যায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উপর অবস্থান করছিল এই ঘূর্ণিঝড়টি। আজ এই ঘূর্ণিঝড় আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।