করোনা নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বুধবার ভার্চুয়াল বৈঠক মোদীর

A G Bengali
উৎসব পালন করুন তবে কোভিড বিধি এবং সতর্কতা মেনে চলুন, দেশবাসীকে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ঈদ, অক্ষয় তৃতীয়া,বুদ্ধ পূর্ণিমা এবং ভগবান পরশুরামের জন্মবার্ষিকীর জন্য দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কোভিডের বিপদ এখনও রয়েছে তাই দেশবাসীকে সতর্ক থাকার পাশাপাশি উৎসবের দিনগুলিতে বেলাগাম না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

আবার এদিকে ফের দেশ জুড়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। তাই পরিস্থিতি মোকাবিলার জন্য দেশের সব মুখ্যমন্ত্রীকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বুধবার দুপুরে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি। সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে হাজির থাকতে দেশের সব মুখ্যমন্ত্রীর কাছেই বার্তা পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। জানা গিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওই বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। চলতি বছর জানুয়ারি মাসে করোনা সংক্রমণে স্ফীতি দেখা দিয়েছিল। তার পর ধীর গতিতে স্বাভাবিক হয়েছে সংক্রমণের পরিস্থিতি। কিন্তু ফের কয়েকটি রাজ্যে মাথাচাড়া দিতে শুরু করেছে সংক্রমণ। রাজধানী দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা, পঞ্জাব-সহ বেশ কয়েকটি রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমতাবস্থায় কেন্দ্রীয় সরকার আগে থেকেই পদক্ষেপ করে সংক্রমণের গতি রুখতে কড়া ব্যবস্থা নিতে পারে বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রীর বৈঠকের বার্তা পৌঁছেছে নবান্নতেও। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল বৈঠকে অংশ নিতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাও।

Find Out More:

Related Articles: