দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা কমল

A G Bengali
গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যুর সংখ্যা সামান্য বাড়লেও কমেছে দৈনিক সংক্রমণের হার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জারি করা দৈনিক করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪০৯ জন, যা সোমবারের তুলনায় ২০ শতাংশ কম। একই সঙ্গে কমেছে দৈনিক সংক্রমণের হারও। মঙ্গলবার দেশে সংক্রমণের হার ২.২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪৭ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক পরিসংখ্যান জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮২ হাজার ৮১৭ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এর ফলে মোট চার কোটি ১৭ লক্ষ ৬০ হাজার ৪৫৮ জন করোনা মুক্ত হলেন। সোমবার দেশে ১২ লক্ষ ২৯ হাজার ৫৩৬টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় ৪৪ লক্ষেরও বেশি করোনার টিকা দেওয়া হয়েছে।

এর আগে দেশের দৈনিক করোনা সংক্রমণ ৩৪১১৩-তে নেমে গিয়েছিল। সেই সঙ্গে কমেছে দেশের পজিটিভিটি রেটও। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও কমেছে। অন্যদিকে, রাজ্যে কমল করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১১ হাজার ২২১ জন। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গতকাল গোটা রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩২০ জন। ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য করোনার ভ্যাকসিন করবিভ্যাক্স ব্যবহার করা যেতে পারে। এই পরামর্শ দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ কমিটি। এবার ডিসিজিআই এর চূড়ান্ত অনুমোদন পেলেই হায়দরাবাদের ওষুধ নির্মাতা সংস্থা বায়োলজিক্যাল ই-র তৈরি এই ভ্যাকসিন ব্যবহার করা যাবে।

Find Out More:

Related Articles: