করোনা আক্রান্ত বিদেশমন্ত্রী জয়শংকর

frame করোনা আক্রান্ত বিদেশমন্ত্রী জয়শংকর

A G Bengali
করোনা আক্রান্ত হলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। বৃহস্পতিবার সন্ধ্যায় টুইটারে তিনি বলেন, 'করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের যাবতীয় সতর্কতা অবলম্বনের আর্জি জানাচ্ছি।' সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। তবে আপাতত তিনি সেরে উঠেছেন। বুধবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও যোগ দেন।

অন্যদিকে, করোনার (Coronavirus) নয়া প্রজাতী ওমিক্রন (Omicron) কতক্ষণ জীবিত থাকে? আলফা, বিটা, গামা এবং ডেল্টার থেকে কেন ওমিক্রন (Omicron) বেশি সংক্রামক? নয়া পরীক্ষায় এই সমস্ত প্রশ্নের উত্তর পেলেন জাপানের গবেষকরা। WION ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে জাপানের গবেষকদের পরীক্ষা থেকে পাওয়া তথ্য। যাতে মিলেছে চাঞ্চল্যকর উত্তর। জানা গিয়েছে, ত্বক এবং প্লাস্টিকে দীর্ঘক্ষণ বেঁচে থাকে করোনার (Coronavirus) নয়া প্রজাতী ওমিক্রন (Omicron)। গবেষক দল জানিয়েছে, করোনা ভাইরাসের আসল স্ট্রেনটি প্লাস্টিকের উপর ৫৬ ঘণ্টা বাঁচে। আলফা স্ট্রেন ১৯১.৩ ঘণ্টা, বিটা স্ট্রেন ১৫৬.৬ ঘণ্টা, গামা স্ট্রেন ৫৯.৩ ঘণ্টা এবং ডেল্টা স্ট্রেন ১১৪ ঘণ্টা বাঁচে। করোনা ভাইরাসের আসল স্ট্রেনটি ত্বকের উপর ৮.৬ ঘণ্টা বাঁচে। আলফা স্ট্রেন ১৯.৬ ঘণ্টা, বিটা স্ট্রেন ১৯.১ ঘণ্টা, গামা স্ট্রেন ১১ ঘণ্টা এবং ডেল্টা স্ট্রেন ১৬.৮ ঘণ্টা বাঁচে। কিন্তু সবার চেয়ে এগিয়ে ওমিক্রন (Omicron)।  করোনার এই নয়া প্রজাতী ত্বকে ২১ ঘণ্টার বেশি এবং প্লাস্টিকে ৮ দিনের বেশি বেঁচে থাকতে পারে। করোনা রুখতে স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

Find Out More:

Related Articles:

Unable to Load More