ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়

A G Bengali
শুক্রবার আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। ওই দিন মূলত পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি, বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৭ তারিখ দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা-তে দু’এক জায়গায় ভারী বৃষ্টি, বাকি জায়গাগুলিতে হালকা বৃষ্টি হবে। বৃষ্টির দাপট বাড়বে ২৮ তারিখ। ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ইতিমধ্যে নিম্নচাপ সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সেই কারণেই ২৫ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যে মৎস্যজীবীরা ইতিমধ্যে চলে গিয়েছেন, তাঁদের ২৫ তারিখের মধ্যে ফিরে আসার কথা বলা হয়েছে।

অন্যদিকে, আত্মহত্যা করলেন খোদ প্রতিমাশিল্পীই! জানা গিয়েছে, মৃতের নাম রবীন্দ্রনাথ দাস। বাড়ি, পূর্ব মেদিনীপুরের হলদিবাড়িতে। দীর্ঘ ৪৫ বছর ধরে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানা সার্বজনীন দুর্গাপুজোর প্রতিমাশিল্পী ছিলেন তিনি। প্রতিবছর যেমন করেন, এবারও তেমনি মণ্ডপেই প্রতিমা তৈরি করছিলেন রবীন্দ্রনাথ। ঠাকুর গড়ার কাজ প্রায় শেষ করেও ফেলেছিলেন। সাজসজ্জাটুকুই যা বাকি ছিল, কিন্তু তা আর শেষ হল না। এদিন সকালে এলাকার একটি পুকুরে পাড়ে রবীন্দ্রনাথ দাসের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় গোপীবল্লভপুর থানায়। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কীভাবে মৃত্যু? এলাকার মানুষের মতে, পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছেন ওই প্রতিমাশিল্পী। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। বিপাকে পড়েছেন পুজো কমিটির সদস্যরা।

Find Out More:

Related Articles: