দেশে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছেই, সেই সঙ্গে দৈনিক সংক্রমণে করোনার ওঠা-নামা লেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬১৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৯ লক্ষ ৪৫ হাজার ৯০৭। আক্রান্তের পাশাপাশি গত দু’দিনে কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৩০ জনের। গোটা অতিমারি পর্বে করোনার জেরে দেশে মোট প্রাণ গিয়েছে ৪ লক্ষ ৪০ হাজার ২২৫ জন। আক্রান্ত বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে গত কয়েকদিন ধরে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ৫ হাজার ৯০৩। এর জেরে ফের চার লক্ষ ছাড়াল সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ৫ হাজার ৬৮১ জন। এর মধ্যে কেরলেই সংখ্যাটা আড়াই লক্ষের কাছাকাছি।
অন্যদিকে, কেরলে 'আশঙ্কাজনক' করোনা পরিস্থিতির (Covid-19) মধ্যে একাদশ শ্রেণির পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, কম বয়সীদের মধ্যে করোনার ঝুঁকির মধ্যে ফেলা ঠিক হবে না। এক সপ্তাহের জন্য স্থগিত থাকুক পরীক্ষা। বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ (Supreme Court) জানিয়েছে,'কেরলে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। দেশের মোট সংক্রমণের ৭০ শতাংশ সে রাজ্যের। প্রতিদিনই ৩০ হাজারের বেশি সংক্রমণ।' আদালত জানিয়েছে, সেপ্টেম্বরে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়ার আগে করোনা পরিস্থিতির কথা মাথায় রাখা উচিত ছিল সরকারের। তাই পরের শুনানি পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে। উল্লেখ্য, মামলার পরবর্তী শুনানি ১৩ সেপ্টেম্বর।